ভাঁট ফুলে প্রজাপতির আনাগোনা। দৌলতপুর, খুলনা, ১৫ মার্চ
কাপড়ের তৈরি নকশি করা হাতপাখা বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতিটি হাতপাখার দাম ৩০ টাকা। পদুয়াবাজার এলাকা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, ১৪ মার্চ
বিজ্ঞাপন
পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠেয় মেলা সামনে রেখে মাটির তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম বানাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পের কারিগরেরা। বারপাড়া গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১৪ মার্চ
বিজ্ঞাপন
জমি থেকে আলু তুলছেন কৃষক-শ্রমিকেরা। দীঘিরপাড় এলাকা, মুন্সিগঞ্জ, ১৪ মার্চকরদাতা সুরক্ষা পরিষদের ঘেরাও কর্মসূচি থাকায় নগরভবনে তালা লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ সময় সেবা নিতে আসা নগরবাসী বাইরে অপেক্ষা করছেন। সকাল ১০টা, চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন, চট্টগ্রাম, ১৫ মার্চবৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। পানিবন্দী সড়কে চলছে যানবাহন। কদমতলী এলাকা, সিলেট-জকিগঞ্চ আঞ্চলিক মহাসড়ক, সিলেট, ১৫ মার্চখাগড়াছড়ির দীঘিনালায় বাল্যবিবাহ ও মাদককে ‘না’ বলার শপথ ও লাল কার্ড দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়। চংড়াছড়ি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়, ১৫ মার্চআকাশ অন্ধকার হয়ে এসেছে। তাই বৃষ্টি শুরু হওয়ার আগে যাত্রীদের নিয়ে পাড়ে পৌঁছাতে দ্রুত বেগে নৌকা চালাচ্ছেন মাঝি। মিনাবাজার ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ১৫ মার্চজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল ও ফর্মের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা, নতুন প্রশাসনিক ভবনের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ মার্চপানির দাবিতে রাজশাহীর তানোরের মাহালীপাড়ার বাসিন্দাদের কলস নিয়ে মানববন্ধন। বেলা ১১টা, সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ১৫ মার্চভোরে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়েছে সড়কবাতির খুঁটি। তার পাশ দিয়ে চলছে যানবাহন ও মানুষ। কদমতলি, সিলেট-জকিগঞ্চ আঞ্চলিক মহাসড়ক, সিলেট, ১৫ মার্চজমি থেকে তোলা হচ্ছে নতুন পেঁয়াজ। কৃষকদের ভাষ্য, এ বছর পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে বেশি। সে অনুযায়ী দাম না পাওয়ায় লোকসান গুনছেন তাঁরা। কৃষক প্রতি মণ পেঁয়াজ হাটে বিক্রি করছেন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। কিন্তু রমজানের আগেই খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। করমজা, সাঁথিয়া, পাবনা, ১৫ মার্চফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে ভোট গ্রহণের কাজে নিয়োজিত ব্যক্তিরা ভোটের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে যাচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, ফরিদপুর, ১৫ মার্চরমজান উপলক্ষে বেড়ে যায় ভোজ্যতেলের চাহিদা। তাই তেল রাখার ড্রামের চাহিদাও বেড়ে যায়। তেল পরিবহনের জন্য পুরোনো ড্রাম পরিষ্কার করছেন শ্রমিকেরা। এক শত ড্রাম পরিষ্কার করে শ্রমিকেরা মজুরি পাবেন ১৪০ টাকা। নিশিন্দারা এলাকা, বগুড়া শহরতলি, ১৫ মার্চবাড়ির পার্শ্বেই পরিত্যক্ত জমিতে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু–কিশোর। নিশিন্দারা এলাকা, বগুড়া, ১৫ মার্চবুনো ফুলের ঝাড়ু। গ্রাম থেকে এগুলো শহরে বিক্রি করতে যাচ্ছে লোকজন। রাঙামাটি শহরে বুধবার সাপ্তাহিক হাট বসে। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে পণ্য বিক্রি করতে আসেন গ্রামের বাসিন্দারা। ক্রেতারা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পণ্য কিনতে। এ ফুলের বেশ চাহিদা রয়েছে সারা দেশে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১৫ মার্চখুলনা-যশোর মহাসড়কে হরহামেশাই চলছে নিষিদ্ধ যান। মহাসড়কে বিশৃঙ্খলার জন্য প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ১৫ মার্চ