একঝলক (১৩ সেপ্টেম্বর ২০২৩)

আগাম জাতের শিম আসছে বাজারে। শিমের পরিচর্যায় ব্যস্ত কৃষক বেলাল হোসেন। ভালো দাম ও বেশি সময় ধরে ফলন পাওয়ায় বেশির ভাগ কৃষক এখন আগাম জাতের অটো শিম চাষ করছেন। থানাপাড়া, আটঘরিয়া, পাবনা, ১৩ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
জাল দিয়ে মাছ শিকারে যমুনা নদীতে নেমেছেন জেলেরা। সারা দিন মাছ ধরে আড়তে বিক্রি করবেন তাঁরা। নগরবাড়ী, বেড়া, পাবনা, ১৩ সেপ্টেম্বর
সাদা ফুল বাতাসে ঘোরে, তাই দাম ৩০ টাকা আর গোলাপি ফুলের দাম ২০ টাকা। নিজের হাতে তৈরি কাগজের ফুল বিক্রি করতে বের হয়েছেন হারুন। দামোদর, ফুলতলা, খুলনা, ১৩ সেপ্টেম্বর
বর্ষার পানিতে চার শিশু–কিশোর নৌকা নিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে। কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলি এলাকা, ১৩ সেপ্টেম্বর
বন্ধুকে সাইকেলের সামনে নিয়ে ছুটে চলেছে এক কিশোরী। রংপুর শহরতলির মনোহর এলাকা, ১৩ সেপ্টেম্বর
ফাঁকা সড়কে স্কেটিং অনুশীলন করছে এক কিশোর। রংপুর শহরতলির শুকানচকি এলাকা, ১৩ সেপ্টেম্বর
আলুর দাম বেশি থাকায় অনেকে হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন। বিক্রির আগে পচা আলু আলাদা করছেন শ্রমিকেরা। রংপুর শহরতলির ময়নাকুঠি এলাকার একটি হিমাগার, ১৩ সেপ্টেম্বর
মশারিসহ নানা রঙের থান কাপড় নিয়ে গ্রামের পথে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি রংপুর শহরতলির জমচওড়া এলাকা থেকে তোলা, ১৩ সেপ্টেম্বর
কাঠ দিয়ে তৈরি বিশেষ ভারে তোয়ালে সাজিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন এক বিক্রেতা। একেকটি তোয়ালে মানভেদে বিক্রি হয় ১২০-৩৫০ টাকায়। সিলেট নগরের জিন্দাবাজার, ১৩ সেপ্টেম্বর
পানি কমে যাওয়ার আগপর্যন্ত সিলেটের সুরমা নদীতে চলাচল করে পণ্যবাহী নৌকা। নৌকায় করে নগরে মালামাল বহন করেন অনেক ব্যবসায়ী। নৌকায় করে আনা পণ্য নামাচ্ছেন ঘাটে। সিলেট নগরের শেখঘাট, ১৩ সেপ্টেম্বর
ঢাকা-সিলেট মহাসড়কে দিব্যি চলাচল করে অবৈধ যান তিন চাকার অটোরিকশা। মহাসড়কে বিকল হয়ে পড়েছে সিএনজিচালিত অটোরিকশাটি। ঠেলে গন্তব্যে নিয়ে যাচ্ছেন চালক। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকা, ১৩ সেপ্টেম্বর
গোয়ালন্দের পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। ধরা পড়ছে বিভিন্ন ধরনের মাছ। মাছ শিকারের ফাঁকে ছেঁড়াফাটা জাল মেরামত করে নিচ্ছেন জেলেরা। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর
গোয়ালন্দের পদ্মা নদীতে প্রায় ৩৮ কেজি ওজনের এই বাগাড় মাছ ধরা পড়ে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর
গোখাদ্য হিসেবে খড়ের চাহিদা ব্যাপক। দামও পাল্লা দিয়ে বাড়ছে। প্রতি ভ্যান খড় দুই হাজার টাকায় বিক্রি করেন তাঁরা। মাথাইল চাপড়গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
গরু কে খাওয়ানোর জন্য বাড়ন্ত ধানগাছের মাথা কেটে নিচ্ছেন কৃষক সোলায়মান আলী। মাসিন্দা গ্রাম শাজাহানপুর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
সন্ধ্যা নদীতে নৌকায় করে ধান নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। বানারীপাড়া, বরিশাল, ১৩ সেপ্টেম্বর
পাটের আঁশ ছাড়ানোর বিনিময়ে পাটখড়ি পেয়েছেন গৃহবধূ চায়না বেগম। এখন পাটকাঠি ভ্যানে সাজিয়ে নিয়ে বাড়িতে ফিরছেন তিনি। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১২ সেপ্টেম্বর
গাছ ঠোকরাতে মগ্ন কাঠঠোকরা পাখিটি। দামোদর, ফুলতলা উপজেলা, খুলনা, ১৩ সেপ্টেম্বর
খাল বেয়ে ডোঙায় করে ঘাস কেটে নিয়ে যাচ্ছেন একজন। বিল ডাকাতিয়া, ফুলতলা উপজেলা, খুলনা, ১৩ সেপ্টেম্বর
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে বাগানিদের নিয়ে আসা বাঁশের হাট বসে প্রতিদিন। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসেন বাঁশ কিনতে। মুলি বাঁশ ছাড়াও মিটিঙা, ডলু ও বাইজ্জ্য বাঁশ বেচাকেনা হয় এখানে। কুতুকছড়ি বাজার, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ১২ সেপ্টেম্বর