একঝলক (১৫ অক্টোবর ২০২২)

দ্রতগতিতে চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের ওপর উল্টে যায় মালবাহী কাভার্ড ভ্যান। মণিপুরিপাড়া, বিজয় সরণি, ঢাকা, ১৫ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে সিলেটের কদমতলী ফলের হাটে ‘আশ্বিন্যা আনারস’ এনেছেন ফল বিক্রেতা। বছরের এ সময় বাজারে মেলে ‘আশ্বিন্যা আনারস’। সুমিষ্ট এই ফলের চাহিদাও বেশ। ছোট-বড় আকার ভেদে প্রতিটি আনারস ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। কদমতলী, সিলেট, ১৫ অক্টোবর
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কলার ব্যাপক আবাদ হয়। এর মধ্যে অন্যতম চাঁপা কলা বা চম্পা কলা। পাইকারিতে কলার কাঁদি ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নেওয়া হবে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায়। চণ্ডীহারা, শিবগঞ্জ, বগুড়া, ১৫ অক্টোবর
টাঙ্গাইল—রংপুর মহাসড়কে উন্নয়নকাজ চলছে। এ মহাসড়ককের চণ্ডীহারা এলাকা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। শিবগঞ্জ, বগুড়া, ১৫ অক্টোবর
মাছের প্রজনন মৌসুমে পদ্মায় জাল ফেলা নিষিদ্ধ। তাই মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকাটি তুলে নিয়ে বাড়ি ফিরছেন পেশাদার দুই জেলে। পিয়ারপুর, ফরিদপুর, ১৫ অক্টোবর
সামনে হেমন্তকাল, ধান কাটার মৌসুম। এ সময় চাহিদা বেড়ে যায় বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্রের। দুর্গাপূজার ছুটির পর কাজে ফিরে এসব তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। রেলবাজার, চাটমোহর, পাবনা, ১৫ অক্টোবর
কুয়াশাঘেরা গোধূলিবেলায় গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছেন গৃহস্থ। রংপুর, ১৫ অক্টোবর
তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং সারা দেশে নেতা–কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশে হাজারো নেতা–কর্মীর সমাগম। পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ, ময়মনসিংহ, ১৫ অক্টোবর
শীত আসি আসি করছে। এরই মধ্যে জমিতে শীতের অন্যতম সবজি বাঁধাকপি চাষ করেছেন কৃষক আবদুল বাছেদ সরদার। মাসখানেকের মধ্যেই এই সবজি বাজারে বিক্রি করা হবে। পনেরটিকা, শিবগঞ্জ, বগুড়া, ১৫ অক্টোবর