শীত বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। সড়কের পাশে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। সেখানে পছন্দের পোশাক খুঁজছেন এক নারী। বন্দরবাজার, সিলেট, ৩ জানুয়ারিচট্টগ্রামে গ্যাস-সংকট তীব্র হয়েছে। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ৩ জানুয়ারি
নতুন বছরের শুরুতে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। অভিভাবকদের হাত ধরে সেই বই বাঁধাই করাতে দোকানে এসেছে দুই শিশু। নিউমার্কেট এলাকা, কুমিল্লা, ৩ জানুয়ারি ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী ট্রাকে করে উপজেলাগুলোতে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
রংপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীতের সকালে ধান রোপণের জন্য খেত প্রস্তুত করছেন এক কৃষক। বুড়িরহাট এলাকা, রংপুর, ৩ জানুয়ারিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, রাজশাহী, ৩ জানুয়ারি
বিজ্ঞাপন
শীতের সকালে কাজের জন্য গ্রাম থেকে শহরে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ। চব্বিশহাজারি এলাকা, রংপুর, ৩ জানুয়ারিকনকনে ঠান্ডায় কাবু ৮০ বছরের নূর বানু। রোদের আশায় জড়সড় হয়ে বসে আছেন রেলস্টেশনের অফিসঘরের বারান্দায়। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারিকুয়াশাচ্ছন্ন সকালে নৌকায় করে খালে মাছ ধরছেন দুই ব্যক্তি। তালতলা এলাকা, ডুমুরিয়া, খুলনা, ৩ জানুয়ারি বাড়িতে রোপণ করার জন্য পেঁপেগাছের চারা কিনছেন এক ব্যক্তি। প্রতিটি চারার দাম ১৫ টাকা। শহীদ মিনারের সামনের সড়ক, দিনাজপুর, ৩ জানুয়ারিসবজিখেত পরিচর্যা করছেন তিন কিষান–কিষানি। ঘোনাবান্দা, ডুমুরিয়া, খুলনা, ৩ জানুয়ারিকুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ৯ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন। দুর্ভোগে পড়েন আটকে পড়া যানবাহনের যাত্রীরা। ঘাটের দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি। গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ জানুয়ারিকুয়াশা ঢাকা সকালে সড়কে বিভিন্ন গন্তব্যে ছুটে চলেছে যানবাহন। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৩ জানুয়ারিশীতের সকালে পার্কে ব্যায়াম করছেন এক ব্যক্তি। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ৩ জানুয়ারিপার্কের ভেতর প্রাতর্ভ্রমণ করছেন দুই ব্যক্তি। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ৩ জানুয়ারি