একঝলক (৬ জুন, ২০২৩)

গরমে সহজে বহনযোগ্য এই বৈদ্যুতিক পাখার চাহিদা বেড়েছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে, রংপুর। ৬ জুন
 ছবি: মঈনুল ইসলাম
ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডার এসেছে। ব্লিচিং পাউডারভরা ড্রাম আড়তে নিতে ঠেলাগাড়িতে তুলছেন হ্যান্ডলিং শ্রমিকেরা। বড়বাজার, খুলনা, ৬ জুন
দাবদাহে তৃষ্ণার্ত এক পথচারী পথের পাশের নলকূপ থেকে পানি নিয়ে পান করছেন। নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা, রংপুর, ৬ জুন
মিয়ানমার থেকে আনা কিছুটা নষ্ট হয়ে যাওয়া ৩০ কেজি আদা কিনেছেন বীণা সরদার। প্রতি কেজির দাম ১০০ টাকা। নষ্ট অংশ কেটে বাদ দিয়ে এই আদা বিক্রি করবেন তিনি। বড়বাজার, খুলনা, ৬ জুন
এক দিকে গরম, তার ওপর আবার বিদ্যুৎ নেই। তাই দোকানের বাইরে বসে মুঠোফোনে লুডু খেলে সময় পার করছেন চার দোকানি। নতুন গলি, হোসিয়ারি পট্টি, পাবনা, ৬ জুন
প্রথমবারের মতো জাতীয় চা পুরস্কার পেল ভাড়াউড়া চা–বাগান। চলতি বছর তারা এ পুরস্কার পেয়েছে প্রতি একরে সর্বোচ্চ উৎপাদনকারী চা–বাগান ক্যাটাগরিতে। পুরস্কার পাওয়ায় মিষ্টি ও জিলাপি বিতরণ করা হচ্ছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ জুন
আখতারুজামান উড়াল সড়কের ২ নম্বর গেট এলাকা থেকে বহদ্দারহাটের দিকে এভাবে উল্টো পথে যানবাহনের চলাচল প্রায়ই দেখা যায়। চট্টগ্রাম, ৬ জুন
বাজারে উঠতে শুরু করেছে জাম। মৌসুমি এই ফল প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি করছেন এক বিক্রেতা। দামোদর সেতু এলাকা, পিরোজপুর, ৫ জুন
জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে চশমা খালে চলছে কালভার্ট নির্মাণের কাজ। তাই বেশ কিছু দিন ধরে বন্ধ মুরাদপুর-অক্সিজেন সড়কে যান চলাচল। এতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকায় চলাচলকারী ব্যক্তিদের। দুপুর ১২টা, চট্টগ্রাম, ৫ জুন
আড়তে মাছ কিনতে খুচরা বিক্রেতাদের ভিড়। কাজীরবাজার, সিলেট, ৬ জুন
প্রচণ্ড গরমে স্বল্প পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। বেলা সাড়ে ১২টা, দক্ষিণ কাট্টলী সমুদ্রপাড় এলাকা, চট্টগ্রাম, ৬ জুন
শিকারের জন্য বাঁশের খুঁটিতে বসে আছে একটি চিল। স্টেশন রোড, সিলেট, ৬ জুন
গরমের মধ্যে পানিতে দাঁড়িয়ে আছে একটি ঘোড়া। বেলা সাড়ে ১২টা, দক্ষিণ কাট্টলী সমুদ্রপাড় এলাকা, চট্টগ্রাম, ৬ জুন
ট্রাক থেকে মিষ্টিকুমড়ার বস্তা নামানোয় ব্যস্ত এক শ্রমিক। সোবহানীঘাট, সিলেট, ৬ জুন।
গোধূলিবেলায় মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছেন এক নারী। খেজুরতলা, বটিয়াঘাটা, খুলনা, ৫ জুন