X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (২৮ জানুয়ারি ২০২৪)
প্রথম আলো ডেস্ক
Published: 28 Jan 2024, 16:19
হলুদ শর্ষে ফুলে ভরে আছে মাঠ। এমনই জমির আল ধরে ঘুড়ি ওড়াতে ব্যস্ত দুই শিশু। দ্বীপচর, দোগাছি, পাবনা, ২৮ জানুয়ারি
ধান রোপণের জন্য চারদিকে এখন পুরোদমে চলছে জমি চাষ। শীত উপেক্ষা করে সাতসকালে জমি চাষ দিতে মাঠে নেমেছেন কৃষক। চকচিরট, পাবনা, ২৮ জানুয়ারি
বিজ্ঞাপন
জীবিকার তাগিদে চলমান এই শৈত্যপ্রবাহের মধ্যেও ঘরে বসে থাকার উপায় নেই খেটে খাওয়া মানুষের। শীতে জনজীবন স্থবির হয়ে পড়লেও তা উপেক্ষা করে ইট ভাঙার কাজে ছুটে চলেছেন এই দিনমজুর শ্রমিকেরা। হিমাইতপুর, পাবনা, ২৮ জানুয়ারি
বিজ্ঞাপন
ইটভাটায় ইট তৈরির ভরা মৌসুম। ইটশ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনের পারিশ্রমিক ৬০০ থেকে ৭০০ টাকা। কৃষ্ণপুর গ্রাম, কুমিল্লা, ২৮ জানুয়ারি
একঝাঁক শামুকখোল পাখি খেতের আলে বসে শীতের সকালে রোদের তাপ নিচ্ছে। বালুতুপা এলাকা, কুমিল্লা, ২৮ জানুয়ারি
জাহানারা বেগম নির্মাণাধীন ভবন থেকে সিমেন্টের বস্তা সংগ্রহ করে ধুয়েমুছে রোদে শুকাতে দিচ্ছেন। বস্তা দিয়ে বাজারের ব্যাগ তৈরি করবেন। পাইকারি ৬ থেকে ৭ টাকা দরে বাজারে বিক্রি করেন। জগ্ননাথপুর এলাকা, কুমিল্লা, ২৮ জানুয়ারি
মাটির তৈজসপত্রসহ নানা ধরনের খেলনা ও বিভিন্ন পণ্য বিক্রি করে সারা বছরে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বিক্রির জন্য মাটির ব্যাংক তৈরি করছেন নির্মল পাল। ভাজনডাঙ্গা পালপাড়া এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর ২৭ জানুয়ারি
বোরোর বীজতলা নষ্ট হয়ে গেছে। যেটুকু বীজতলা ভালো আছে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন কৃষকেরা। বামুজা গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ২৭ জানুয়ারি
বোরো ধান চাষের জমি প্রস্তুত করছেন তিন কৃষক। গরু না থাকায় নিজেরাই মই টানছেন তাঁরা। টিক্কারচর এলাকা, কুমিল্লা, ২৮ জানুয়ারি
কুমারের বাড়ি থেকে বেছে বেছে মাটির পাতিল আলাদা করে রাখছেন দুই পাইকারি ব্যবসায়ী। পালপাড়া, রংপুর, ২৮ জানুয়ারি
তীব্র শীতের সঙ্গে আছে ঘন কুয়াশা। এর মধ্যেও কলের লাঙল দিয়ে চাষ করে বোরো ধানের জমি প্রস্তুত করতে ব্যস্ত কৃষক। বলরামপুর এলাকা, রংপুর, ২৮ জানুয়ারি
তাপমাত্রা কমে যাওয়ায় বিদ্যালয়ে আবারও ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই খুদে শিক্ষার্থীরা তা জানত না। বিদ্যালয়ে এসে জানার পর বাড়ি ফিরছে। রংপুর, ২৮ জানুয়ারি
ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে তিন শিশুকে নিয়ে গন্তব্যের উদ্দেশে এক ব্যক্তি। এক হাতে মুঠোফোনে কথা বলছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। রাজেন্দ্রপুর, রংপুর, ২৮ জানুয়ারি
পদ্মা নদীর পাড়ের খেত থেকে মরিচ তুলছেন পাঁচ নারী। চর বরাট, ছোটভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জানুয়ারি
একসময়ের খরস্রোতা পদ্মা নদীতে এখন তেমন স্রোতই দেখা যায় না। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ জানুয়ারি
দুই পাশে শর্ষেখেত। মাঝে জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষক। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৮ জানুয়ারি
কুমার নদে রাতভর মাছ ধরে সকালে নৌকা বেয়ে বাড়ি ফিরছেন জেলে উত্তম কুমার মালো। হাট গোবিন্দপুর এলাকা, কৃষ্ণনগর, ফরিদপুর, ২৮ জানুয়ারি
সদ্য ধান কাটা জমিতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চাবুক হাতে ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে ছুটছে দুই কিশোর ঘোড়সওয়ার। দশঘর, বিশ্বনাথ, সিলেট, ২৮ জানুয়ারি
পাইকারি দরে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মিষ্টিকুমড়া। মহাস্থান মোকাম, শিবগঞ্জ, বগুড়া, ২৮ জানুয়ারি
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না: বিক্রম মিশ্রি
সাত খুনসহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা
বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির, গ্রেপ্তার কুখ্যাত সেনা কর্মকর্তা
এস আলম ও তাঁর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে প্রতারণার মামলা নারী ব্যবসায়ীর
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী নেই কেন