একঝলক (২৪ সেপ্টেম্বর ২০২৪)

কৈয়া নদীতে নৌকায় দাঁড়িয়ে জাল ফেলে মাছ ধরছেন একজন। টিয়াবুনিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
ধানের খেতে আগাছা তুলতে নিড়ানি দিচ্ছেন কৃষক নুর মোহাম্মদ। ঝাউখোলা এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের চার শতাধিক শিক্ষার্থীর ভেতর বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সার্বিকভাবে যুক্ত আছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। কোটবাড়ি এলাকা, কুমিল্লা, ২৪ সেপ্টেম্বর
প্রকৃতিতে এখন শরৎকাল। তারপরও গরমে হাঁসফাঁস অবস্থা। চলন্ত রিকশায় পানিতে তৃষ্ণা মেটাচ্ছে এক শিক্ষার্থী। পাশে ছাতা হাতে বসে আছেন অভিভাবক। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ২৪ সেপ্টেম্বর
বিক্রির জন্য কৃষকেরা পাট নিয়ে জড়ো হয়েছেন কানাইপুরের সাপ্তাহিক হাটে। হাটে প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কানাইপুর এলাকা, কানাইপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
অ্যালুমিনিয়ামের গৃহস্থালি পণ্য নিয়ে বিক্রির জন্য গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছেন এক ফেরিওয়ালা। মীরবাগ এলাকা, কাউনিয়া, রংপুর, ২৪ সেপ্টেম্বর
বিল থেকে পদ্ম তুলে মহাসড়কের ধারে বিক্রি করছেন এক ব্যক্তি। প্রতিটি পদ্মের দাম রাখছেন পাঁচ টাকা। বেতানী বিল, কাউনিয়া, রংপুর, ২৪ সেপ্টেম্বর
বাজারের সবজি হিসেবে এখন শাপলার বেশ কদর। বিল থেকে শাপলা তুলে ভ্যানে সাজিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন বিক্রেতা জহির শেখ। বাজারে নিয়ে প্রতি আঁটি শাপলা ১০ টাকায় বিক্রি করবেন তিনি। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান কাটছেন চাষিরা। ধান কেটে জমিতেই মাড়াই করছেন কয়েকজন চাষি। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ২৪ সেপ্টেম্বর
খাবারের জন্য আউশ ধান বাড়ির উঠানের তাফালে (চুলায়) সিদ্ধ করছেন রুখসানা বেগম নামের এক নারী। ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হবে। সজনী রায়ের ডাঙ্গী এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর