সারা রাত বিলে বড়শি ফেলে মাছ ধরে সেই মাছ বিক্রি করতে বাজারে যাচ্ছেন এক ব্যক্তি। রংপুর, ১৭ অক্টোবর
শীত সামনে রেখে বসতবাড়ির উঠানে কাঁথা সেলাই করছেন গৃহবধূ ভানু বিবি ও রেখা আক্তার। মজিদপুর, কুমিল্লা, ১৭ অক্টোবর
বিজ্ঞাপন
হেমন্তের প্রথম সকালেই ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই শিশু নাতিকে গরম কাপড়ে জড়িয়ে বাইরে বেরিয়েছেন এক ব্যক্তি। রংপুর, ১৭ অক্টোবর
বিজ্ঞাপন
হিমাগার থেকে বের করার পর আলু বাছাই করছেন এক নারী। রংপুর, ১৭ অক্টোবরবোরো খেতে বসে আছে একটি মুনিয়া পাখি। রাঙামাটি, ১৭ অক্টোবর পাহাড়ের আঁকাবাঁকা সড়কে চাঁদের গাড়িতে করে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। নানিয়ারচর, রাঙামাটি, ১৭ অক্টোবর হাট থেকে কেনা পাট ভ্যানে ভরে নিয়ে যাচ্ছেন চালকেরা। হাটে পাইকারিতে প্রতি মণ পাট তিন হাজার থেকে ৩ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনাতলা, বগুড়া, ১৭ অক্টোবরবোনারপাড়া থেকে সান্তাহারগামী ফোর নাইনটি কলেজ ট্রেনে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন যাত্রীরা। গাবতলী, বগুড়া, ১৭ অক্টোবরসাতসকালেই ঝুম বৃষ্টিতে বাইরে বের হয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। সারিয়াকান্দি, বগুড়া, ১৭ অক্টোবরভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহরের ময়লা–আবর্জনা তুলে নিচ্ছেন পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী। গোয়ালচামট, ফরিদপুর, ১৭ অক্টোবর