একঝলক (০১ আগস্ট ২০২৪)

পাহাড়ধসে বান্দরবান সদরের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। জীবননগর, বান্দরবান, ১ আগস্ট
ছবি: সংগৃহীত
দিনভর থেমে থেমে হয়েছে বৃষ্টি। ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। বৃষ্টির মধ্যেই গন্তব্যে যাচ্ছেন লোকজন। টেপাখোলা, সদর উপজেলা, ফরিদপুর, ১ আগস্ট
ভারী বর্ষণে তলিয়ে গেছে সড়ক। নৌকায় করে চলাচল করছে মানুষ। রেপার পাড়া এলাকা, চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম, বান্দরবান, ১ আগস্ট
সড়কের আধা কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ। বৃষ্টির পানি জমে অবস্থা আরও বেহাল হয়েছে। সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যায় একটি অটোরিকশা। নিতাইগঞ্জ মোড়, নলুয়া রোড, নারায়ণগঞ্জ, ১ আগস্ট
বিলের পানিতে ভেসে খাবার খাওয়ার পর উঁচু জায়গায় উঠে বিশ্রাম নিচ্ছে হাঁসগুলো। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১ আগস্ট
ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বালুবাহী একটি ট্রাক। চন্দ্রঘোনা ফেরিঘাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১ আগস্ট
রংপুরে অনেক দিন পর স্বস্তির বৃষ্টি। হাত মেলে বৃষ্টির পানির শীতল পরশ নিচ্ছেন এক ব্যক্তি। আদালত চত্বর, রংপুর, ১ আগস্ট
সাইকেলে মুরগি বেঁধে বিক্রির জন্য যাচ্ছেন তিনি। সেনপাড়া এলাকা, রংপুর, ১ আগস্ট
কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে রোদে শুকাতে দিচ্ছেন জাহাঙ্গীর আলী। প্রতিটি ঠোঙা পাইকারিতে ১ টাকায় বিক্রি করবেন তিনি। ফৌজদারি মোড় এলাকা, কুমিল্লা, ১ আগস্ট
১২ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সীমিত পরিসরে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রী ছিল কম। চট্টগ্রাম রেলস্টেশন, ১ আগস্ট