জাল ফেলে ইছামতী নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ১২ জুলাই
নতুন পাট ধুয়ে শুকানোর জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন মেশকাত হোসেন। আমতলী, সারিয়াকান্দি, বগুড়া, ১২ জুলাই
বিজ্ঞাপন
মাঠে জমে থাকা পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। দহপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১২ জুলাই
বিজ্ঞাপন
বৃষ্টির কারণে ব্যস্ত সময় পার করছেন ছাতা মেরামতের কারিগর। বর্ষায় এই কারিগরেরা দিনে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত আয় করে থাকেন। কালিরবাজার, নারায়ণগঞ্জ, ১২ জুলাইছুটির দিনে টিকিট কেটে পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। কৈজুরী, ফরিদপুর, ১২ জুলাইচট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে সিএনজির জন্য দীর্ঘ লাইন। ইকোপার্ক গেট, সীতাকুণ্ড, ১২ জুলাই কলার ছড়া কাঁধে নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: কুকিমারা, রাঙামাটি, ১২ জুলাইশুরু হয়েছে আমন ধান রোপণের মৌসুম। দল বেঁধে আমনের চারা রোপণ করছেন কৃষকেরা। কাউনিয়া, মাছহারি, রংপুর, ১২ জুলাইসাদা মেঘে ঢেকে গেছে পাহাড়ের বুক। ভোরের আলো ফুটতেই অপরূপ ফুরমোন পাহাড়। সাপছড়ি, রাঙামাটি, ১২ জুলাইরাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল ঘাটে নৌকায় করে কাঁঠাল নিয়ে এসেছেন বাগানিরা। ব্যবসায়ীরা এসব কাঁঠাল পাইকারি দামে কিনে নিয়ে যাবেন দেশের বিভিন্ন জেলায়। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ১২ জুলাইচর থেকে কিনে আনা বাদাম কারখানায় খোসা ছাড়ানোর পর বাছাইয়ের কাজ করছেন নারী শ্রমিকেরা। ৮ ঘণ্টা কাজে ২০০ থেকে ২২০ টাকা মজুরি পাবেন তাঁরা। ২ নম্বর গেট, বিসিক শিল্পনগরী, পাবনা, ১২ জুনঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারিচালিত রিকশায় মুরগির খাঁচা নিয়ে যাচ্ছেন বিক্রেতা আবুল হাশেম। গাজীপুর বাজারে প্রতিটি খাঁচা খুচরায় ৭০ থেকে ২৫০ টাকায় বিক্রি করবেন তিনি। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১২ জুলাইতিস্তা নদীতে জাল ফেলে মাছ ধরতে নেমেছেন জেলেরা। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ১২ জুলাইসেতুর রেলিংয়ে পাট শুকাচ্ছেন চাষি। তিস্তা সড়ক সেতু, কাউনিয়া, রংপুর, ১২ জুলাইসরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১২ জুলাইবৃষ্টিতে রাজধানীর জিগাতলা এলাকায় সড়কে উপড়ে পড়েছে গাছ। গাছ সরিয়ে নেওয়ার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল ৪টা, সাতমসজিদ রোড, ঢাকা, ১২ জুলাই