ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে গাছের পাতার ফাঁকে জবুথবু হয়ে বসে আছে কাক। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১৭ নভেম্বর
দাম কম থাকায় অনেকেই মৌসুমে পাট কিনে মজুদ করেন। বছরের অন্য সময়ে বিক্রি করেন দাম বাড়লে। বিক্রির পর গাড়িতে তোলা হচ্ছে সেই পাট। রেলবাজার, চাটমোহর, পাবনা, ১৭ নভেম্বর
বিজ্ঞাপন
নৌকায় করে ছাগল নিয়ে ফিরছেন এক ব্যক্তি। ঘাস খাওয়ানোর জন্য সকালে ছাগলগুলো মাঠে নিয়ে গিয়েছিলেন তিনি। মুলগ্রাম, চাটমোহর, পাবনা, ১৭ নভেম্বর
বিজ্ঞাপন
কুমিল্লা নগরে বৃহস্পতিবার রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। ঢুলিপাড়া, কুমিল্লা ১৭ নভেম্বর‘দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ’ স্লোগানে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে চিত্রাঙ্কন, শিশুদের চিত্রাঙ্কন, পোস্টার, আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবিরোধী শিল্পীসমাজ। অশ্বিনী কুমার হল, বরিশাল নগর, ১৭ নভেম্বরবৃষ্টিতে মাটি ভিজে বের হয়ে আসছে পোকামাকড়। সেই পোকা খেতে গাছের গোড়ায় দুই কাঠশালিক। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ১৭ নভেম্বরঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে ফিরছেন এক চাষি। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৭ নভেম্বরধান কাটার পর সেই জমিতে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৭ নভেম্বরকচুরিপানার ফুল তুলে সাইকেলে বাড়ি ফিরছে দুই ভাই। নন্দিরবাজার, কুমিল্লা, ১৭ নভেম্বরশহরে বিক্রির জন্য নছিমনে খড় নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ নভেম্বরখেত থেকে শাক তুলে নদীর পানিতে ধুয়ে নিচ্ছেন কৃষক মমিন শেখ। ওই শাক বাজারে বিক্রি করবেন তিনি। রামকান্তপুর, অম্বিকাপুর, ফরিদপুর ১৬ নভেম্বরগাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ করে সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজ। চেরাগি মোড়, চট্টগ্রাম, ১৭ নভেম্বর