একঝলক (১২ সেপ্টেম্বর ২০২৩)

চা-বাগানের টিলার ধারে আমন ধানের খেত। খাবারের জন্য সেখানে এসেছে সাদা বক। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ১২ সেপ্টেম্বর
 ছবি: আনিস মাহমুদ
৪৮ শতক জমিতে লালশাক চাষ করেছেন কৃষক বিল্লাল হোসেন। খেতের পরিচর্যায় ব্যস্ত তিনি। ভারেল্লা এলাকা, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
প্লাস্টিকের বালতি, বলসহ নানা সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন ভ্রাম্যমাণ এই ব্যবসায়ী। কোরপাই এলাকা, বুড়িচং উপজেলা, কুমিল্লা ১২ সেপ্টেম্বর
খেতখামারে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা জন্মেছে। ঠেলাজাল দিয়ে পোনা মাছ ধরছেন গৌরাঙ্গ চন্দ্রশীল। মনঘাটা গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
সবুজ চা-বাগানে সকালে পাতা তোলার কাজে ব্যস্ত এক নারী চা-শ্রমিক। তারাপুর চা-বাগান, সিলেট, ১২ সেপ্টেম্বর
সিলেটে সকালে ঝিরিঝিরি বৃষ্টি ছিল। এর মধ্যেই ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিশুশিক্ষার্থী। জিন্দাবাজার এলাকা, সিলেট, ১২ সেপ্টেম্বর
রান্নাঘরের অন্যতম অনুষঙ্গ শিলপাটা। এই ব্যক্তি শিলপাটা বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। চকবাজার এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
সকালে বাড়ির উঠানে ফুটবল খেলছে দুই শিশু। আজিজুল্লাহ এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
টিনের এই বাক্সে ভাজা বাদাম নিয়ে বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন বৃদ্ধ মনসের আলী। এ বয়সেও বাদাম বিক্রি করে পরিবারকে সহায়তা করছেন তিনি। হোসেন নগর এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
ঘোড়া দিয়ে হালচাষ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি শতাংশ জমিতে হালের খরচ ২৫ টাকা নিচ্ছেন তাঁরা। শাহপাড়া এলাকা, রংপুর, ১২ সেপ্টেম্বর
রক মেলন বা সাম্মাম নামের এই ফল খেতে কিছুটা বাঙ্গির মতো। খুলনার দাকোপ এলাকা থেকে চাষ করা এ সাম্মাম এসেছে ফলের আড়তে। কদমতলা, খুলনা, ১২ সেপ্টেম্বর
দল বেঁধে ডারকি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন মাছশিকারিরা। জলাশয়ে ডারকি পেতে তাঁরা একসঙ্গে মাছ ধরেন। শহীদবাগ এলাকা, কাউনিয়া উপজেলা, রংপুর, ১১ সেপ্টেম্বর
উৎসবমুখর পরিবেশে পাবনার চিকনাই নদে শুরু হয়েছে ১০ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় এ বছর অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২০টি বাইচ দল। চিকনাই নদ, গোড়রী, আটঘরিয়া, পাবনা, ১১ সেপ্টেম্বর
একটু সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। শরতের দুপুরে নীল আকাশে ঘুড়ি ওড়াতে ব্যস্ত এক শিশু। সিলেট নগরের কালীঘাট এলাকা থেকে তোলা। ১২ সেপ্টেম্বর
পাইকারি বাজার থেকে লেবু কিনেছেন খুচরা বিক্রেতা। ভ্যানে লেবু সাজিয়ে রাখছেন বিক্রির জন্য। প্রতি হালি লেবু বিক্রি করছেন ২৫-৩০ টাকায়। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা। ১২ সেপ্টেম্বর
বৃষ্টিতে প্রতিদিন বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। আর একটু পানি বাড়লেই ডুবে যাবে সড়ক। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজার এলাকা। ১২ সেপ্টেম্বর
পুরান ঢাকার বেগমগঞ্জ থেকে পুরোনা কাপড় কিনে এনে সড়কের পাশে বিক্রি করেন এই ব্যক্তি। স্বল্প আয়ের মানুষের কাছে এসব কাপড়ের চাহিদা রয়েছে। সিলেট নগরের সন্ধ্যাবাজার এলাকা। ১২ সেপ্টেম্বর
বাতাবিলেবুভর্তি ডিঙিনৌকা। বাগান থেকে তুলে বিক্রি করতে রাঙামাটি সদরের কুতুকছড়ি বাজারে নিয়ে এসেছেন। পাইকারের অপেক্ষায় বিক্রেতা। ১২ সেপ্টেম্বর
সারিয়াকান্দি থেকে পাট কিনে ভ্যানে করে মজুদের জন্য নিয়ে আসা হচ্ছে। প্রতি মণ পাট ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উঞ্চুরকী এলাকা, গাবতলী, বগুড়া। ১২ সেপ্টেম্বর
প্রখর রোদে বেগুন খেতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষক। মণ্ডলধরন গ্রাম, বগুড়া সদর। ১২ সেপ্টেম্বর
সাতসকালেই গ্রামীণ পথ ধরে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছে একদল শিক্ষার্থী। মণ্ডলধরন গ্রাম, বগুড়া সদর, ১২ সেপ্টেম্বর
বিদ্যালয়ের মাঠে স্লিপারে খেলায় মেতেছে একদল শিক্ষার্থী। চকহবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া সদর। ১২ সেপ্টেম্বর
বাড়ির পাশে মাঠের মধ্যে পাটকাঠি শুকাচ্ছেন এক গৃহবধূ। কোমরপুর এলাকা, অম্বিকাপুর ইউনিয়ন, ফরিদপুর। ১২ সেপ্টেম্বর
বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছে বিভিন্ন খেলনা। টিফিনের ফাঁকে দোলনায় দোল খেতে মেতে উঠেছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর এলাকা, কৈজুরী, ফরিদপুর। ১২ সেপ্টেম্বর
ধানের খেতে দল বেঁধে নিড়ানি দিচ্ছেন গ্রামের নারী শ্রমিকেরা। এ কাজে একেকজন শ্রমিক মজুরি পাবেন ৪০০ টাকা। সমেশপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর। ১২ সেপ্টেম্বর
পুরোনো রড পুনরায় ব্যবহার করার জন্য কেটে ছোট করতে ব্যস্ত এক ব্যক্তি। টুকরা করা এই রড গলিয়ে নানা ধরনের লোহার সরঞ্জাম তৈরি করা হবে। হাটখোলা, বরিশাল। ১২ সেপ্টেম্বর