গাছের ডালে ঝুলছে দৃষ্টিনন্দন ফুল। কাপ্তাই, রাঙামাটি, ৪ এপ্রিলবাংলা নতুন বছর উপলক্ষে বৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির হাঁড়িপাতিল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পালবাড়ির গৃহিণীরা। পবা, রাজশাহী, ৪ এপ্রিল
বসন্তের সকালে মেঘ ও পাহাড়ের পেছনে উঁকি দিচ্ছে সূর্য। সাপছড়ি ফুরমোন পাহাড়, রাঙামাটি, ৪ এপ্রিল গাছে ঝুলছে থোকা থোকা মহুয়া ফুল। জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া, ৪ এপ্রিল
বিজ্ঞাপন
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড়সড় পাঙাশ, রুই ও কাতলা মাছ। জেলেরা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দৌলতদিয়া ফেরিঘাটে। দৌলতদিয়া, রাজবাড়ী, ৪ এপ্রিলকোমরতাঁতে রিনাই-রিচা বুনছেন এক পাহাড়ি নারী। চম্পাঘাট, খাগড়াছড়ি, ৪ এপ্রিল
বিজ্ঞাপন
গাছের গুঁড়ির ওপর বসে আছে দুটি বানরছানা। ডলুছড়ি পাহাড়, রাঙামাটি, ৪ এপ্রিল জল-পাথর আর পাহাড়ের কোলে পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকেরা। ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট, ৪ এপ্রিলযশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। তাঁদের মৃত্যুতে স্বজনদের আহাজারি। বাস্তুহারা, খুলনা, ৪ এপ্রিল জাফলংয়ে দেশের নানান প্রান্ত থেকে ঈদের ছুটিতে ঘুরতে আসা মানুষের ঢল। জাফলং, সিলেট, ৪ এপ্রিলপ্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কাজে যোগ দিতে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ফিরছেন মানুষ। যাত্রীদের চাপ বাড়ছে লঞ্চঘাটে। পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ, ৪ এপ্রিল চা-বাগানে দল বেঁধে ঘুরতে এসে স্মৃতি ধরে রাখতে সেলফিতে ব্যস্ত পর্যটকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৪ এপ্রিলকৃষক জয়নাল আবদিনের চাষের মিষ্টিকুমড়া ট্রলার করে ঘাটে আনা হয়েছে। সেখান থেকে ট্রাক করে ঢাকায় নেওয়া হবে। ওমরাকান্দা ঘাট, মেঘনা, কুমিল্লা, ৪ এপ্রিলধানখেতের আলপথে শিকারের আশায় একদল শামুকখোল পাখির অপেক্ষা। ঘাঘটপাড়া, রংপুর, ৪ এপ্রিলবাড়ির পাশে পাকা মরিচ শুকাচ্ছেন এক নারী। ওমরাকান্দা, মেঘনা, কুমিল্লা, ৪ এপ্রিলসবুজ খেতে নিড়ানিতে ব্যস্ত নারী কৃষিশ্রমিকেরা। শেখপাড়া, রংপুর, ৪ এপ্রিলবৈশাখী মেলা সামনে রেখে রঙিন মাটির হাঁড়ি প্রস্তুত করছেন এক কারুশিল্পী। বসন্তপুর, পবা, রাজশাহী, ৪ এপ্রিলবাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন পরিষদের সদস্যারা। কেন্দ্রীয় কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা, ৪ এপ্রিলগাছ বেয়ে উঠছে একটি গিরগিটি। উত্তর নারুলী, বগুড়া, ৪ এপ্রিলঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৪ এপ্রিল