একঝলক (২৪ ডিসেম্বর, ২০২৩)

ঘন কুয়াশার মধ্যে সকাল ১০টায় রূপসা নদীতে যাত্রীরা খেয়া পার হচ্ছে। মাত্র কয়েক ফুট দূরত্বে কিছু দেখা যায় না। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পারাপার। রূপসা ঘাট, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
গ্রামগঞ্জের নারীরা আগে যে চুলা মাটি দিয়ে তৈরি করতেন, সেই চুলা এখন তৈরি হচ্ছে জিআই তার, সিমেন্ট ও বালু দিয়ে। এই চুলা স্যানিটারি ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে প্রতিটি আকারভেদে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি করেন। বিজয়পুর এলাকা, কুমিল্লা, ২৪ ডিসেম্বর ছবি: এম সাদেক
দেশি নতুন পেঁয়াজ আড়তে আসছে। আড়ত থেকে পাইকারি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা প্রতি কেজি। খুচরা বাজারে এ পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। কদমতলা, খুলনা, ২৪ ডিসেম্বর
খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চলছে প্রস্তুতি। যিশুখ্রিষ্টের জন্মদিনকে স্মরণ করতে যিশুর প্রতিকৃতি গোশালায় নিচ্ছেন এই ভক্ত তরুণী। বলদিপুকুর ক্যাথলিক মিশন, মিঠাপুকুর, রংপুর, ২৪ ডিসেম্বর
ঘন কুয়াশায় চুয়াডাঙ্গা থেকে গুড় এনে সাইকেলে খুলনার অলিগলিতে বিক্রি করতে বের হয়েছেন শরিফুল ইসলাম। প্রতি কেজি গুড় ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন। নূরনগর, খুলনা, ২৪ ডিসেম্বর
নতুন বেঞ্চ তৈরি করে রাঙিয়ে তুলছেন কাঠমিস্ত্রিরা। বছরের শুরুতেই শিক্ষার্থীদের বসার জন্য এসব নতুন বেঞ্চ ব্যবহার করা হবে। এরুলিয়া এলাকা, বগুড়া, ২৪ ডিসেম্বর
মাঠ থেকে মরিচ তুলে পথের ধারে মরিচ বাছাই করছেন নারী ও পুরুষেরা। এ কাজ করে একজন নারী মজুরি পান ৩০০ টাকা। কুন্দারহাট এলাকা, নন্দীগ্রাম, বগুড়া, ২৪ ডিসেম্বর
কাল খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে চার্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রবেশপথজুড়ে করা হয়েছে আলপনা। ক্যাথলিক চার্চ, বরিশাল, ২৪ ডিসেম্বর
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ৮ ঘণ্টা বন্ধের পর বেলা পৌনে ১১টা থেকে ফেরি চালু হয়। দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরি ছাড়ার অপেক্ষায়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৪ ডিসেম্বর
শীতের সকালে কুয়াশায় ঢেকে আছে চারপাশ। পদ্মা নদীতে লালনশাহ সেতুর পিলারে বসে মাছ ধরার নেশায় মত্ত। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৪ ডিসেম্বর
কুয়াশায় সামান্য দূরে কোনো কিছু দেখা যায় না। এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ভাটবাউর, মানিকগঞ্জ
খেত থেকে পেঁয়াজের ফুল তুলে এনে বাড়ির উঠানে মাপজোখ চলছে। আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
ছাগলের জন্য ঘাস কেটে ডালায় করে নিয়ে শর্ষেখেতের আলপথ ধরে বাড়ি ফিরছেন তিনি। আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
ট্রাকে পাট তুলতে ব্যস্ত এক শ্রমিক। সারিয়াকান্দি হাট এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ ডিসেম্বর
বাড়ির পাশের ধুলামাখা জমিতে ফুটবল খেলায় মেতেছে শিশুদের দল। খালপাড় এলাকা, সুরমা, সিলেট, ২৪ ডিসেম্বর
সুরমা নদীর তীর–লাগোয়া জমিতে ফুলকপি চাষ করেছেন এক চাষি। খেতে ওষুধ ছিটাচ্ছেন তিনি। অনন্তপুর এলাকা, সিলেট, ২৪ ডিসেম্বর