ক্লাস শুরু হতে অনেকটা সময় বাকি। তাই স্কুলের সিঁড়িতে এভাবে খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। আলালচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গাচড়া, রংপুর, ৮ মে
আড়ত থেকে ভ্যানে করে খুচরা বিক্রির জন্য ফল নিয়ে যাচ্ছেন দুই ভ্যানচালক। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ৮ মে
বিজ্ঞাপন
পুকুরপাড় থেকে আহত অবস্থায় বুলবুলি পাখিটি উদ্ধার করেছে ছেলেটি। সেবাযত্ন করে নিয়মিত খাওয়ানোর পর পাখিটি সুস্থ হয়ে ওঠে। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৮ মে
বিজ্ঞাপন
কাটা হয়েছে নতুন ধান। এখন গন্তব্যে নিয়ে যাবেন শ্রমিকেরা। চরমোনাই, বরিশাল সদর, ৮ মেতপ্ত রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা ভ্যানচালকের। ঝালোপাড়া এলাকা, সিলেট, ৮ মেফুটতে শুরু করেছে সুগন্ধি ফুল নাগলিঙ্গম। অদ্ভুত সুন্দর এ ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের ফণার মতো। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা, ৭ মেপথের ধারে ফুটেছে বুনো ফুল। তাতে রঙিন প্রজাপতি। ভার্থখলা এলাকা, সিলেট, ৮ মেমরা গাছের কোটরে বাসা বানাতে ব্যস্ত কাঠশালিক। গোয়ালখালী এলাকা, খুলনা, ৮ মেভোরের আলোয় শরীরচর্চায় ব্যস্ত তাঁরা। বৈশাখী মঞ্চ, জয়নুল উদ্যান, ময়মনসিংহ, ৮ মেবাদুড় ও পাখি থেকে লিচু বাঁচাতে গাছে বসানো হয়েছে কাকতাড়ুয়া। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ৮ মেরবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান গীতবিতান বাংলাদেশ ‘কবি প্রণাম’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পীরা। কবি নজরুল অডিটরিয়াম, রিকাবীজার, সিলেট, ৮ মেকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। ঈশান ইনস্টিটিউশন চত্বর, সদর উপজেলা, ফরিদপুর, ৮ মেরোদের খরতাপ থেকে বাঁচতে হাতে যা আছে তা দিয়েই মাথা ঢাকার চেষ্টা পথচারীর। দৌলতপুর, খুলনা, ৮ মেপ্রচণ্ড রোদ আর গরম। এর মধ্যে বিশেষ কায়দায় গামছা দিয়ে মাথাইল বানিয়ে রোদের আঁচ ঠেকিয়ে পাটের খেতে কাজ করছেন দুই কৃষক। বিষ্ণুদিয়া এলাকা, ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৮ মেউত্তাল মেঘনায় একাই দাঁড়ের নৌকা নিয়ে মাছ শিকারে বের হয়েছেন জেলে। মেঘনা নদী, ভবানীপুর, দৌলতখান, ভোলা, ৮ মেতিস্তা নদীতে জাল ফেলে মাছ ধরছেন একজন। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৮ মেমা খড় শুকানোর কাজ করছেন। শিশুটিও সঙ্গে এসেছে। রোদে তৃষ্ণার্ত শিশুটি পানি পান করছে। গান্নারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৮ মে