একঝলক (২৭ নভেম্বর ২০২৪)

পথের পাশে ফুটে আছে ছোট হলুদ ‘সিঙ্গাপুর ডেইজি ফুল’। নূরনগর, খুলনা, ২৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
পাহাড়ি গাছ থেকে তোলা পাকা কমলা স্থানীয় পাইকারেরা কিনে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন। দেওয়ানপাড়া, রাঙামাটি, ২৭ নভেম্বর
কাভার্ড ভ্যানের সামনের ডান পাশের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের ওপর উঠে যায় কাভার্ড ভ্যানটি। ফৌজদারহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৭ নভেম্বর
বিভিন্ন রাসায়নিকের খালি ড্রাম। এগুলো ঢাকা থেকে এসেছে। ড্রামগুলো পরিষ্কার করে বিক্রি করা হবে। বড় বাজার, খুলনা, ২৭ নভেম্বর
মাছ ধরার জন্য রাতে আড়িয়ল খাঁ নদে পাতা জাল তুলছেন মা ও ছেলে। লামচড়ি সড়ক, চরবাড়িয়া , বরিশাল, ২৭ নভেম্বর
বরিশাল থেকে বেগুন, লাউ, টমেটোর চারা খুলনায় বিক্রি করতে এসেছেন শাহালম মল্লিক। সদর হাসপাতাল মোড়, খুলনা, ২৭ নভেম্বর
সকালে সূর্যের আলোর রশ্মি পড়েছে গ্রামীণ সড়কে। সেই পথ ধরে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। জালশুকা, শাজাহানপুর, বগুড়া, ২৭ নভেম্বর
ধানখেতের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের অগভীর পানিতে খাবারের খোঁজে একদল শামুকখোল পাখি। আড়াল, কাপাসিয়া, গাজীপুর, ২৭ নভেম্বর
পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে আনার পর তা রোদে শুকাতে দেওয়া হয়েছে। ছড়ারপাড়, সিলেট, ২৭ নভেম্বর
পাহাড় থেকে আনা টাটকা সবজি বাজারে আসার সঙ্গে সঙ্গে ক্রেতারা ঘিরে ধরেছেন কেনার জন্য। আকার ভেদে প্রতিটি লাউ ৮০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি, ২৭ নভেম্বর
আখ কাটার মৌসুম শুরু হয়েছে। খেতে আখ কাটছেন কৃষক। শ্যামপুর, রংপুর, ২৭ নভেম্বর
বিডিআর বিদ্রোহের পুনর্বিচার ও নির্দোষ জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্যরা। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২৭ নভেম্বর
বাড়ির আঙিনায় খেলনা গাড়িতে মুরগি ছানা তুলে দিয়ে খেলছে শিশুরা। রামজীবন, রংপুর, ২৭ নভেম্বর
যন্ত্রের সাহায্যে চলছে আমন ধান কাটা। বীরবাগগোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ নভেম্বর
বাঁশ-বেতের তৈরি ঝুড়ি-ওড়া বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। বুড়িচং, কুমিল্লা, ২৭ নভেম্বর
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ সাতজন নিহত হন। সড়কে থাকা রেলক্রসিং অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটে। বুড়িচং, কুমিল্লা, ২৭ নভেম্বর
বোরো মৌসুম সামনে রেখে বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষক বাবুল শেখ। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ নভেম্বর
লেপ তৈরি করছেন কারিগর রফিক শেখ। অম্বিকাপুর, ফরিদপুর, ২৭ নভেম্বর
লালশাকের খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক বুলু আকন্দ। শ্মশানকান্দি গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৭ নভেম্বর
ট্রেন আসায় ব্যারিকেড (প্রতিবন্ধকতা) দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ব্যারিকেড পেরিয়ে রেললাইনের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন লোকজন। পাংশা, রাজবাড়ী, ২৭ নভেম্বর