একঝলক (১৩ জুলাই ২০২৪)

বুনো ফুলের ওপর বসেছে একটি প্রজাপতি। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ১৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
কুমারপাড়া থেকে ভ্যানে করে ফুলের টব কিনে নিয়ে যাচ্ছেন নার্সারি ব্যবসায়ীরা। পালপাড়া, রংপুর, ১৩ জুলাই
বীজতলা থেকে দল বেঁধে ধানের চারা তুলছেন কৃষিশ্রমিকেরা। ভেলুপাড়া, রংপুর, ১৩ জুলাই
কাঁচা মরিচ বিক্রি করতে বাজারে এসেছেন একজন কৃষক। তাঁকে ঘিরে ধরেছেন পাইকারেরা। পুরাতন বাজার, দিনাজপুর, ১৩ জুলাই
বর্ষার আকাশে কালো মেঘের ঘনঘটা। বাংলাবাজার, পাবনা, ১৩ জুলাই
পদ্মার উপচে পড়া পানিতে তলিয়ে গেছে খেত। পানিতে দাঁড়িয়ে খেত থেকে পটোল তুলছেন এক কৃষক। নাসির সরদারপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ জুলাই
বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন জেলে। লাহিড়ীহাট, রংপুর, ১৩ জুলাই
মরা নারকেলগাছের মাথায় লাগানো হয়েছে বৈদ্যুতিক বাতি। সেখানে কোটরে বাসা বানিয়েছে কাঠঠোকরা। রূপকথা ইকো রিসোর্ট, পাবনা, ১৩ জুলাই
ভৈরব নদে নৌকায় করে খাঁচা ফেলে কাঁকড়া ধরছেন একজন। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ১৩ জুলাই
সড়কে থাকা বড় বড় খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা। চামড়ার গুদাম সড়ক, আটুয়া, পাবনা, ১৩ জুলাই
বর্ষায় বিলে ফুটেছে শাপলা। আইজউদ্দিন মাতব্বরের ডাঙ্গী এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ১৩ জুলাই
জলাশয় খনন করে সেই মাটি রাখা হয়েছে আলে। সেখানে এই ব্যক্তি ঢ্যাঁড়স ও পুঁইশাক চাষ করেছেন। পরিবারের সবজির চাহিদা মেটানোর জন্য এই ব্যক্তি এখানে সবজি চাষ করেছেন। চাঁদপুরা, বাবুগঞ্জ, বরিশাল, ১৪ জুলাই
পানিতে জাগ দেওয়া পাট তুলছেন কৃষক। এরপর কাঠি থেকে পাট ছাড়ানো হবে। বাঁশগাড়ি এলাকা, বাবুগঞ্জ, বরিশাল, ১৩ জুলাই
খাল–বিলে বর্ষার পানি, তাই চলাচলের জন্য নিজের নৌকাটি মেরামত শেষে স্ত্রী সালেহা বেগমকে সঙ্গে নিয়ে ধুয়েমুছে পরিষ্কার করছেন কৃষক সামছু ফকির। আইজউদ্দিন মাতব্বরের ডাঙ্গী এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ১৩ জুলাই
সকাল সকাল চরাঞ্চল থেকে সাইকেল চালিয়ে দল বেঁধে শহরে কাজে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। সুলতান খাঁর ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৩ জুলাই
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন গাড়োয়ান। সুলতান খাঁর ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর ১৩ জুলাই
লালমাই পাহাড়ে এই বছর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারসের চাষ হয়েছে। সেই আনারস সংগ্রহ করে পথের ধারে বিক্রির জন্য স্তূপ করছেন এক ব্যক্তি। প্রতিটি আনারস আকারভেদে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি করবেন। দুধিয়া দীঘিরপাড় এলাকা, কুমিল্লা, ১৩ জুলাই
মাটির তৈরি দধির পাতিলের চাহিদা সারা বছরই থাকে। তাই সারা বছরই ব্যস্ততা থাকে কামারপল্লিতে। পাতিল তৈরি শেষে রোদে শুকাতে দিচ্ছেন এক কারিগর। প্রতিটি পাতিল ১০ থেকে ১১ টাকার মধ্যে বিক্রি করেন বাজারে। জেলখানাবাড়ি মোড়, কুমিল্লা, ১৩ জুলাই
পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ। তাই অপরিপক্ব পাটই কেটে নিচ্ছেন কৃষকেরা। বাঘেরটিলা এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৩ জুলাই
শত বছরের পুরোনো নৌকার হাট সালুটিকর। বর্ষা শুরুর আগে থেকে নৌকার হাট বসে এখানে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৩ জুলাই
হাওর-খাল-বিল পানিতে ভরে উঠেছে। এসব জলাশয়ে চলছে মাছ ধরা। শৌখিন শিকারি থেকে মৎস্যজীবী—সবার ব্যস্ততা বেড়েছে। সেই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত চাঁই বা মাছ ধরার ফাঁদের চাহিদাও বেড়েছে। স্থানীয় হাটবাজারে এই সময় চাই বিক্রির ধুম পড়ে যায়। প্রতিটি চাঁই আকার ও মানভেদে বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। সালুটিকর বাজার, গোয়াইনঘাট, সিলেট, ১৩ জুলাই
এখন চারদিকে পানি। খেলার জায়গাও নেই। তাই ফাঁকা রাস্তায় টায়ার নিয়ে খেলায় মেতেছে শিশুটি। উত্তম বানিয়াপাড়া এলাকা, রংপুর, ১৩ জুলাই
গতকাল শুক্রবারের বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটের নিচতলার বেশির ভাগ দোকানেই পানি ঢুকে পড়েছিল। এতে দোকানের জিনিসপত্র ভিজে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। সকালে রোদে শুকাতে দেওয়া হয়েছে ভিজে যাওয়া সেসব পণ্য। নিউ মার্কেট, ঢাকা, ১৩ জুলাই