খেত থেকে কেটে নিয়ে আসা শর্ষেগাছ থেকে শর্ষেদানা সংগ্রহ করছেন চাষিরা। পূর্ব হবিনগর, শায়েস্তাবাদ , বরিশাল, ৭ মার্চ
বরগুনার বেতাগী উপজেলার বংশীবাদক মোহাম্মদ আবদুল হক ৩০ বছর ধরে বাঁশি বিক্রি করছেন। ঢাকার বিভিন্ন এলাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করেন তিনি। আকার ও ধরনভেদে প্রতিটি বাঁশি ৩০ টাকা থেকে ৫০০ টাকা। তাঁর ঝোলায় বিক্রির জন্য রয়েছে মুখবাঁশিসহ অন্যান্য বাঁশি। প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করে। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৭ মার্চ
বিজ্ঞাপন
পুরোনো কাঁসা-পিতলের বিভিন্ন পণ্য সংগ্রহ করে এনে পলিশসহ মেরামত করে নতুন রূপ দেন ইব্রাহিম শেখ। প্রতিটি পিতলের কলস এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেন তিনি। চরকৃষ্ণপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৭ মার্চ
বিজ্ঞাপন
মালামাল পৌঁছে দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে বাড়িতে ফিরছেন দুই গাড়োয়ান। সজনী রায়ের ডাংগি এলাকা, অম্বিকাপুর , ফরিদপুর, ৭ মার্চখাল থেকে দেশি প্রজাতির মাছ ধরে বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন পেশাদার দুই জেলে। রামকান্তপুর এলাকা, অম্বিকাপুর , ফরিদপুর, ৭ মার্চকৃষক হাসেম শেখ ৪০ শতাংশ জমিতে ৮০ হাজার টাকা খরচ করে মিষ্টিকুমড়া চাষ করেছেন। ফলন ভালো এবং বিক্রির উপযোগী হওয়ায় বিক্রির জন্য খেত থেকে কুমড়া তুলছেন তিনি। খেতের সব কুমড়া তিন লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। রামকান্তপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৭ মার্চকিছু পথ হাঁটার পর মায়ের কোলে চড়ে বিদ্যালয়ে যাবে বলে বায়না করে শিশুটি। ধাপেরহাট এলাকা, জানকি, রংপুর, ৭ মার্চপেঁয়াজখেতে নিড়ানি দিচ্ছেন কৃষক। আর অল্প কিছুদিনের মধ্যে পেঁয়াজ তোলা হবে, তাই শেষ মুহূর্তে চলছে পরিচর্যা। নয়াপুকুর এলাকা, রংপুর, ৭ মার্চজমিতে আবাদ করা বিভিন্ন রকমের শাক বাজারে বিক্রির জন্য ভ্যানে তোলা হচ্ছে। পালিচড়া এলাকা, সদর উপজেলা, রংপুর, ৭ মার্চবাড়ির উঠানে বসে শর্ষে মাড়াই করছেন এই ব্যক্তি। কাশেমবাজার এলাকা, রংপুরকাঠে ঠুকে ঠুকে গর্ত করে বাসা তৈরি করে কাঠঠোকরা পাখি। আতাইল গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া ৭ মার্চমাঠে আলু তোলার এক ফাঁকে সকালের খাবার খাচ্ছেন মোমিন ও রাজিয়া দম্পতি । আতাইল গ্রাম এলাকা, শাজাহানপুর , বগুড়া,৭ মার্চগ্রামীণ সড়কের ধারে প্রায় ১৫টি ভেড়া চড়াচ্ছেন কমলা বেগম। আতাইল গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া,৭ মার্চ পাকা মরিচ উঠানোর মৌসুম শুরু হয়েছে। একেকজন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরিচ তুলে আয় করেন ৩০০ টাকা। মির্জানগর, মেঘনা, কুমিল্লা, ৭ মার্চ খুলনার উপকূলীয় উপজেলা কয়রার সুন্দরবনসংলগ্ন নদীতীরবর্তী গ্রামগুলোতে গভীর ও অগভীর নলকূপের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত আয়রন ও লবণ। তাই সেগুলোর বেশির ভাগ অকেজো অবস্থায় পড়ে আছে। লোনাপানির চিংড়িঘেরের কারণে অধিকাংশ পুকুরের পানি এখন ব্যবহারের অনুপযোগী। ফলে খাওয়ার পানি দূরের পুকুর থেকে এনে খেতে হয়। মহেশ্বরীপুর এলাকার তহসিল অফিস–সংলগ্ন পুকুর থেকে মিঠাপানি সংগ্রহ করে নৌকায় করে দূরের গ্রামে নিচ্ছেন দুই নারী। শাকবাড়ীয়া নদী , মহেশ্বরীপুর , কয়রা ,খুলনা, ৭ মার্চ চাতালে ধান শুকানোর কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। লস্করপুর এলাকা, নওগাঁ, ৭ মার্চ ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন। বিভিন্ন কেন্দ্রে পাঠানের জন্য নির্বাচনের সরঞ্জাম সাজিয়ে রাখা হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কুমিল্লা, ৭ মার্চ কাঁটাযুক্ত মান্দার ফুলের ডালে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে কাঠশালিক। কদমতলী এলাকা, সিলেট , ৭ মার্চ খেত থেকে লাঙল টেনে মাটির নিচ থেকে আলু তুলছেন কয়েকজন শ্রমিক। তেলিপাড়া এলাকা, পঞ্চগড়, ৭ মার্চ পাখির আক্রমণ থেকে রক্ষা করতে জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে সূর্যমুখীর খেত। আজমেরু, মৌলভীবাজার, ৭ মার্চ