একঝলক (৩০ আগস্ট ২০২৪)

ভাদ্র মাসে রোদের তেজ বেড়েছে। তীব্র গরমে হাঁপিয়ে উঠেছেন অনেকেই। প্রখর রোদের মধ্যে ছাতা মাথায় পথ চলেছেন এক প্রবীণ। কিনব্রিজ, সিলেট, ৩০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে নৌকার হাট। আকার ও কাঠের ধরন অনুযায়ী প্রতিটি নৌকা ২ হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। আটঘর, নেছারাবাদ, পিরোজপুর, ৩০ আগস্ট
তীব্র গরমে শীতল হতে নদীর পানিতে গোসল করছেন দুই তরুণ। সুরমা নদীর চাঁদনীঘাট এলাকা, সিলেট, ৩০ আগস্ট
বাড়ির ফটকে বসে কাঁথা সেলাই করছেন মা ও মেয়ে। নন্দকুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্ট
বিলের পানিতে জাগ দেওয়া পাট তুলে তা থেকে আঁশ ছাড়াচ্ছেন এক কৃষক। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর, ৩০ আগস্ট
বিলে মধ্যে ধানখেতের আলে পেতে রাখা চায়না দুয়ারী থেকে মাছ সংগ্রহ করছেন এক ব্যক্তি। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর ৩০ আগস্ট
সাইকেলে প্লাস্টিকের হরেক রকম পণ্য বেঁধে ফেরি করে বিক্রি করেন জিয়াউর রহমান। নন্দকুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্ট
পেঁপে খেতে গাছে বসেছে এক বসন্তবৌরি। এরা সাধারণত পাকা ফল খেয়ে থাকে। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৩০ আগস্ট
বর্ষা ও বৃষ্টির এ সময়ে নৌকার ব্যবহার হয় বেশি। তাই নৌকা তৈরির কাজ করছে এক কৃষক পরিবার। বরাট অন্তার মোড়, রাজবাড়ী, ৩০ আগস্ট
গাছে বসেছে এক বুলবুলি পাখি। চওড়াপাড়া, রংপুর, ৩০ আগস্ট
জাল বুনে শিকারের অপেক্ষায় মাকড়সা। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ৩০ আগস্ট
কদমফুলে বসেছে বাহারি প্রজাপতি। কপাটপুল, রংপুর, ৩০ আগস্ট
খেত থেকে পাটগাছ কেটে নৌকায় নিয়ে বাড়ি ফিরছেন এক চাষি। বিনয়কাঠি, ঝালকাঠি, ৩০ আগস্ট
জমি থেকে লাউ তুলে বাজারে বিক্রি আশায় সাইকেলে তুলছেন চাষি মিজানুর রহমান। কাগজিপাড়া, রংপুর, ৩০ আগস্ট
ভ্যানে করে ফুলকপি নিয়ে হাটে যাচ্ছেন বিক্রেতা। প্রতিটি ফুলকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করবেন তিনি। আরিফপুর, পাবনা, ৩০ আগস্ট
সাতসকালে জলাশয়ে ফুটে থাকা শাপলা তুলছে এই কিশোর। অযোধ্যাপুর, রংপুর, ৩০ আগস্ট