একঝলক (২০ জুন ২০২৪)

ঈদের ছুটি শেষে সরকারি অফিস-আদালত খুলেছে বুধবার। কিন্তু বৃহস্পতিবারও ফাঁকা ছিল আদালত চত্বর। শুক্র-শনি সাপ্তাহিক ছুটি। তাই আগামী রোববার থেকে পুরোদমে অফিস-আদালত পুরোনো রূপে ফিরবে। জেলা জজ আদালত, পাবনা, ২০ জুন
ছবি: হাসান মাহমুদ
মহাসড়কে বাসকে অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন এক চালক। কিন্তু আরোহীদের কারও মাথায় হেলমেট নেই। এমন ঝুঁকিপূর্ণ চলাচলে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটলেও ফিরছে না সচেতনতা। পাবনা-রাজশাহী মহাসড়ক, কালিকাপুর, পাবনা, ২০ জুন
রংপুরের বিখ্যাত সুমিষ্ট স্বাদের হাঁড়িভাঙা আম পাড়া ও বিপণন শুরু হয়েছে আজ। আম কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। পাইকারিতে প্রতি মণের দাম ২ হাজার থেকে ২৬০০ টাকা। মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ হাট, রংপুর, ২০ জুন
উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গৌরীপুর এলাকায় জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ ফুট জায়গা ভেঙে গেছে। ভাঙনকবলিত স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে। মৌলভীবাজার, ২০ জুন
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। ক্ষতিগ্রস্ত একটি বাস পুলিশ রেকারের সাহায্যে সরিয়ে এনেছে। রাজবাড়ী, ২০ জুন
কাঁঠালভর্তি চাঁদের গাড়ি (হুডখোলা জিপ)। এসব যানে সব সময় অতিরিক্ত পণ্য বহন করা হয়। বিশেষ করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ট্রাফিক আইনের তোয়াক্কা করেন না চালকেরা। খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি স মিল এলাকা, রাঙামাটি, ২০ জুন
নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। লালমনিরহাট, ২০ জুন
দুপুরে স্বস্তির বৃষ্টি। শেখপাড়া, খুলনা শহর, ২০ জুন
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পানিবন্দী রয়েছে সিলেট নগর। নতুন করে পানি না বাড়লেও দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। পানিতে দাঁড়িয়েই রান্না করছেন কেউ কেউ। মাছিমপুর এলাকা, সিলেট, ২০ জুন
সুনামগঞ্জে বন্যায় মানুষ নিজেদের পাশাপাশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। কেউ কেউ গবাদিপশু এনে বেঁধে রেখেছেন গ্রামের পাশের সড়কে। দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও, ২০ জুন
ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক ডুবে গেছে। সেই সড়কে জাল ফেলে মাছ ধরতে নেমেছেন কেউ কেউ। বাছিরপুর এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২০ জুন
মেঘনা নদীতে স্ত্রীর সঙ্গে গোসলে নেমে তীব্র স্রোতে ডুবে যান জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সকাল ৭টায় চাঁদপুর শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায়। এ ঘটনার পর সেখানে শত শত মানুষ ভিড় করে। চাঁদপুর, ২০ জুন
গাছের পাকা খেজুর খেতে ব্যস্ত শালিক। গোপালপুর এলাকা, ঈশান গোপালপুর ইউনিয়ন সদর উপজেলা, ফরিদপুর, ২০ জুন
মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। সমাবেশ শেষে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ঢাকা, ২০ জুন
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ২০ জুন
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। শ্যামবাজার, ঢাকা, ২০ জুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী। জিরো পয়েন্ট মোড়, ঢাকা, ২০ জুন
ছুটি শেষ হলেও এখনো ঈদের আমেজে ফাঁকা রাজধানীর ব্যস্ততম সড়কগুলো। নিউমার্কেট এলাকা, ২০ জুন
ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। তাই চট্টগ্রাম নগরে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চট্টগ্রাম রেলস্টেশন, ২০ জুন