একঝলক (৭ সেপ্টেম্বর ২০২৪)

বীজতলা থেকে আমন ধানের চারা বিক্রির জন্য তুলছেন কৃষকেরা। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ৭ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
বিদ্যুতের তারে বসে আছে একঝাঁক কবুতর। ভেরামতলী, শ্রীপুর, গাজীপুর, ৭ সেপ্টেম্বর
রামচন্দ্রপুর এলাকার একটি হিমাগারে শ্রমিকেরা আলু বাছাই করছেন। কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর
বাইসাইকেলে প্রসাধনী ও গৃহস্থালি পণ্য বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালারা। ভূতছাড়া, কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর
সিলেটে কাজে যাচ্ছেন দুই নারী চা-শ্রমিক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৭ সেপ্টেম্বর
চা-গাছের কচি পাতার ওপর বসেছে ফড়িং। লাক্কাতুরা, সিলেট, ৭ সেপ্টেম্বর
শরতের কোমল, শান্ত-স্নিগ্ধ প্রকৃতি। লাক্কাতুরা, সিলেট, ৭ সেপ্টেম্বর
বিলের পানি থেকে শাপলা তুলছে নারী শিশুরা। মীরের গোট্টি, সালথা, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রের দোকানে ঢাকঢোলসহ নানা বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর
দেশের বিভিন্ন স্থানে একই সময়ে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে গাইছেন অংশগ্রহণকারীরা। আলুপট্টি মোড়, রাজশাহী, ৭ সেপ্টেম্বর
রেলসেতুতে যেকোনো যানবাহন প্রবেশ নিষিদ্ধ। তবু ঝুঁকি নিয়ে চলাচল করছে অনেকে। তিস্তা রেলসেতু, কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর
গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি। উজান থেকে ভেসে আসা গাছগাছালির ডালপালা সংগ্রহ শেষে ঘরে ফিরছেন এক নারী। বুড়িচং, কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
পাট থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠিগুলো সড়কের দুই পাশে শুকাতে দিয়েছেন কৃষক। গোট্টি, সালথা, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
বন্যার পানি নেমে যাওয়ায় কৃষক নতুন করে চাষাবাদ শুরু করেছেন। জমিতে লাগানো হচ্ছে আমন ধানের চারা। বুড়িচং, কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
বাঁশের ভেলা তৈরি হচ্ছে। এগুলো ফরিদপুরে নেওয়া হবে। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর
ছেঁটে দেওয়া গাছের ডালপালা বিদ্যুতের তারে ঝুলে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কল্যাণপুর পেট্রলপাম্প এলাকা, রাঙামাটি, ৭ সেপ্টেম্বর
ঢাকি নদীর বাঁধ ভেঙে প্রায় চারটি গ্রাম প্লাবিত হয়। স্থানীয় জনগণ ও প্রশাসন মিলে প্রথমে বালু দিয়ে জিও টিউব নির্মাণ করে, পরে মাটি কেটে বাঁধটি মেরামত করেন। খোনা, দাকোপ, খুলনা, ৭ সেপ্টেম্বর
ভ্যাপসা গরম থেকে বাঁচতে আইসক্রিম খাচ্ছেন একজন। সুরমা পয়েন্ট, সিলেট, ৭ সেপ্টেম্বর