একঝলক (৭ সেপ্টেম্বর ২০২৩)

স্টিল মিল থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, মুন্সিখোলা, নারায়ণগঞ্জ, ৭ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে গাইবান্ধা জেলার আটটি পাঠাগারে বই উপহার দেওয়া হয়। গাইবান্ধা, ৭ সেপ্টেম্বর
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) পৌঁছায় এই ট্রেনটি। বামন কান্দা রেল জংশন, ভাঙ্গা, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
রেলওয়ে জলাধারে বরশি দিয়ে মাছ শিকারে মেতেছে শিশুরা। কামারগাড়ী এলাকা, বগুড়া, ৭ সেপ্টেম্বর
উত্তর ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাট এলাকায় তীর সংরক্ষণ ব্লক বাঁধে ধস দেখা দিয়েছে। ভোলা, ৭ সেপ্টেম্বর
গাছে ফুটে আছে মাধবীলতা ফুল। বগুড়া, ৭ সেপ্টেম্বর
আঁশ ছড়ানোর পর গ্রামের সড়কের পাশে পাটকাঠি শুকানো হচ্ছে। চর দুর্গাপুর, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর
কাপড় ও কাগজের তৈরি ফুল বিক্রি করছেন তিনি। প্রতিটি ফুলের দাম ১৫ থেকে ২০ টাকা। জিলা স্কুল ফটক, বগুড়া, ৭ সেপ্টেম্বর
বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে ঘরের সিলিং। কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
বাজারে চলছে সবজি কেনাবেচা। আনোয়ারা, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
গোধূলি বেলায় মাঠ থেকে গরু-ছাগলের পাল নিয়ে ঘরে ফিরছে রাখালের দল। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ৬ সেপ্টেম্বর
সকালের বৃষ্টিতে ছোট্ট নৌকা নিয়ে ইলিশ মাছ ধরতে বের হয়েছেন মৎস্যজীবীরা। ৪ নম্বর ঘাট, খুলনা, ৭ সেপ্টেম্বর
শীতকালীন সবজি ফুলকপির জমিতে বালাইনাশক ছিটাচ্ছেন কৃষক। রংপুর, ৭ সেপ্টেম্বর
খেত থেকে বেগুন তুলে পাইকারের কাছে বিক্রি করছেন চাষিরা। প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকায়। রংপুর, ৭ সেপ্টেম্বর
বিক্রির জন্য ঘোড়ার গাড়িতে করে পাটের আঁশ বাজারে নিয়ে যাচ্ছেন এই বিক্রেতা। রংপুর, ৭ সেপ্টেম্বর
ফলের আড়ত থেকে পাইকারি দরে কলা কিনে ঠেলাগাড়িতে করে বিক্রি করছেন এই খুচরা বিক্রেতা। সিলেট, ৭ সেপ্টেম্বর
রাতের বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমে আছে। সকালে সেই জমির আলপথের নিচু অংশে জাল পেতে মাছ ধরছেন তাঁরা। দিনাজপুর, ৭ সেপ্টেম্বর
সিলেটের বাজারে এখনো চড়া পেঁয়াজের দাম। পাইকারি বাজারে ৫৬ থেকে ৫৮ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজিতে। পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে ট্রাকে তোলা হচ্ছে। সিলেট, ৭ সেপ্টেম্বর