খালের ওপর ডিঙি নৌকায় বসেছে পেয়ারার ভাসমান হাট। নৌকার ওপরেই চলে কেনাবেচা। ভীমরুলি খাল, কীর্তিপাশা, ঝালকাঠি, ৫ আগস্ট
কাপ্তাই হ্রদে মাছ ধরার জন্য নতুন কাচকি জাল প্রস্তুত করে নিচ্ছেন মৎস্যশিকারিরা। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ৫ আগস্ট
বিজ্ঞাপন
সিলেটের জৈন্তাপুরে দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি। সিলেটে, ৫ আগস্ট
বিজ্ঞাপন
উঠানে বসে কাঁথা সেলাই করছেন এক নারী। পূর্ব কান্তনগর নয়াপাড়া, ধুনট, বগুড়া, ৪ আগস্ট ফেরি করে ফুচকা বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। শহরের অলি-গলিতে ঘুরে ফুচকা বিক্রি করেন তিনি। চেলোপাড়া, বগুড়া, ৪ আগস্ট বিক্রির জন্য মধুপুর থেকে আসা আনারসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জেলা পরিষদ, নারায়ণগঞ্জ, ৪ আগস্টইজিবাইক চলাচলে নিয়ন্ত্রণ না থাকায় জামালপুর পৌর শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। গেটপাড়, জামালপুর, ৫ আগস্টপাটকাঠি থেকে আঁশ আলাদা করছেন নারীরা। এ সময় গ্রামের নারীরা এই কাজ করেন। অনেকে সকালের নাশতা করে এসে দুপুর পর্যন্ত আঁশ ছাড়ান আবার অনেকে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত করেন। যিনি যত পাঠকাঠি থেকে আঁশ ছাড়াতে পারেন, সেই পাঠকাঠিগুলো তাঁর। এরপর তাঁরা অনেকে পাটকাঠি আঁটিপ্রতি পাঁচ টাকায় বিক্রি করেন আবার অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ৫ আগস্ট বাঁশ–বেতের তৈরি কুলা, ওরা, খাঁচিসহ নানা সামগ্রী তৈরি করেন আমেনা বেগম। আকারভেদে প্রতিটি ওরা ৮০ থেকে ১০০ টাকায় পাইকারি বিক্রি করেন তিনি। জগন্নাথপুর গ্রাম, কুমিল্লা, ৫ আগস্টতৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ঢাকা, ৫ আগস্টআদিবাসী শব্দ চয়ন না করার সরকারি নির্দেশনার প্রতিবাদে মিছিল করে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ আগস্টময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কটি নির্মাণের আট মাসের মধ্যে ভেঙে গেছে। সেই সড়কের সংস্কারকাজ করছেন শ্রমিকেরা। চর কালীবাড়ি, ময়মনসিংহ, ৫ আগস্টনিজেদের তৈরি বাঁশের পণ্যসামগ্রী বিক্রি করছেন উষামং মারমা দম্পতি। হর্টিকালচার পার্ক, খাগড়াছড়ি, ৫ আগস্ট