একঝলক (২৮ জুলাই ২০২৪)

বিল বর্ষার পানিতে টইটম্বুর। সেখান থেকে ভেশাল জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী, নর্থ চ্যানেল, ফরিদপুর ২৮ জুলাই
ছবি: আলীমুজ্জামান
কৃষকের ঘরে উঠছে নতুন পাট। বাজারে দামও যাচ্ছে বেশ ভালো। বিলের পানিতে দল বেঁধে পাটের আঁশ ছাড়াচ্ছেন কৃষকেরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী, নর্থ চ্যানেল, ২৮ জুলাই
বাড়ির উঠানে কাঁথা তৈরি করছেন গৃহবধূ তাসলিমা বেগম। বাছের মুন্সির ডাংগী, চর মাধবদিয়া ইউনিয়ন, ২৮ জুলাই
বড়শিতে মাছ ধরতে ডিঙি নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নেমেছেন তিন ব্যক্তি। আসাম বস্তি সেতু, রাঙামাটি, ২৮ জুলাই
ঢাকা-খুলনা মহাসড়কে নিষেধ অমান্য করে কাঠের টুকরা বোঝাই করে ঝুঁকি নিয়ে দাপিয়ে চলছে অবৈধ নছিমন। বদরপুর, কৈজুরী, ফরিদপুর ২৮ জুলাই
গাছে খাবারের খোঁজে এসেছে ময়না পাখি। রাঙামাটি সরকারি কলেজ, ২৮ জুলাই
পাহাড় আর কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি—এমন সৌন্দর্য উপভোগ করতে কার না ইচ্ছা করে! বালুখালী, রাঙামাটি, ২৮ জুলাই
বাঁশ–বেতের তৈরি ওরা, কুলা, মুরগির খাঁচাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন এই ব্যবসায়ী। দক্ষিণ উপজেলার চৌয়রা বাজার, কুমিল্লা, ২৮ জুলাই