একঝলক (২২ জুন ২০২৪)

আষাঢ় মাস শুরু হয়েছে। গাছে গাছে শোভা পাচ্ছে আষাঢ়ের ফুল কদম। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা, ফরিদপুর, ২২ জুন
ছবি: আলীমুজ্জামান
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ পালন শেষে মানুষ কর্মস্থলে ফিরছেন। বাসের জন্য বিভিন্ন রুটের যাত্রীদের অপেক্ষা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ২২ জুন
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে চাপ বেড়েছে ফেরিঘাটে। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ জুন
তিস্তার চর পানিতে টইটম্বুর। সেই পানি পেরিয়ে গবাদিপশুদের চরাতে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুন
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে পাকা সড়ক। শুধু দেখা যাচ্ছে সেতুটি। ছাতক, সুনামগঞ্জ, ২২ জুন
সাইকেলে করে বাঁশের তৈরি ডালা, কুলাসহ গৃহস্থালি পণ্য বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। গজঘণ্টা এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুন
পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়ক, সুফিনগর এলাকা, ছাতক, সুনামগঞ্জ, ২২ জুন
ঈদের আমেজ এখনো কাটেনি। উৎসবের আনন্দে এখনো ঘুরে বেড়াচ্ছেন মানুষ। ঝুলন্ত সেতু, রাঙামাটি, ২২ জুন
বাসের অপেক্ষায় যাত্রীরা। ঈদের ছুটি শেষে বাস কাউন্টারে আবার ভিড় বেড়েছে। পশ্চিম গোয়ালচামট বাসস্ট্যান্ড, ফরিদপুর, ২২ জুন
কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি । বৃষ্টিতে প্রকৃতি সবুজ হয়ে উঠছে নতুন করে। ভিজে আছে অর্কিড। শ্রীপুর, গাজীপুর, ২২ জুন
খেজুরগাছের ডালে বসে পাকা খেঁজুর খাচ্ছে একটি কাঠবিড়ালি। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২২ জুন
ঈদ শেষে যাত্রীদের কর্মস্থলে নির্বিঘ্নে ফেরার চিন্তা মাথায় রেখে রেলপথ মেরামত করছেন রেলশ্রমিকেরা। পাঞ্জরভাঙ্গা এলাকা, কাউনিয়া, রংপুর, ২২ জুন
নয়নতারা ফুলে বসেছে বাহারি রংয়ের একটি প্রজাপতি। উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ছাতক, সুনামগঞ্জ, ২২ জুন
পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির ঢেউ আছড়ে পড়ছে পাকা সড়কে। এতে অনেক স্থান ভেঙে গেছে। রসুলগঞ্জ-বেড়কুড়ি সড়কের নওয়াকোনা এলাকা, কুলাউড়া, মৌলভীবাজার, ২২ জুন
খাবারের খোঁজে পাকুড়গাছে কোকিল। শূকরছড়ি বন, রাঙামাটি, ২২ জুন
রাঙামাটি থেকে আনারস এসেছে খুলনার ফলের আড়তে। আকার অনুযায়ী ১০ থেকে ৩৫ টাকায় কিনে সেগুলো ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতা ভ্যানে সাজাচ্ছেন। কদমতলা, খুলনা, ২২ জুন
বার্মা প্রজাতির রাঙুই আম বাজারে আসতে শুরু করেছে। কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বনরূপা এলাকা, রাঙামাটি, ২২ জুন
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমেছে সিলেট নগরের সুরমা নদীর পানি। কিনব্রিজ এলাকা, সিলেট, ২২ জুন
তিস্তা নদীতে পানি কমার সঙ্গে ভাঙন বেড়েছে। আতঙ্কে আছেন তিস্তাতীরবর্তী মানুষেরা। গদাই এলাকা, কাউনিয়া, রংপুর, ২২ জুন
কচুরিপানায় ভরে গেছে  পুকুর। আর সেখানে মাছ ধরতে ব্যস্ত এক বক। বাকলিয়া এলাকা, চট্টগ্রাম, ২২ জুন