গ্রামে ধানখেতের পাশে বাউলগান গাইছেন এক শিল্পী। আরেকজন তা ভিডিও করছেন। কৃতনিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৯ সেপ্টেম্বরবৃষ্টিতে সড়কের পাশে জমে থাকা পানিতে খেলায় মেতেছে শিশুরা। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৯ সেপ্টেম্বর
জিপ ভর্তি করে কলার কাঁদি কিনে শহরের পাইকারেরা নিয়ে যাচ্ছেন সমতলে। পাহাড়ি এলাকার এই কলার চাহিদা রয়েছে সারা দেশে। সরকারি কলেজ গেট এলাকা, খাগড়াছড়ি, ১৯ সেপ্টেম্বররঙিন গ্যাস বেলুন নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ফেরিওয়ালা। কাজীরবাজার সেতু এলাকা, সিলেট, ১৯ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
শীতলক্ষ্যা নদীতে পাওয়া যাচ্ছে বাইম, পুঁটি, টাকি প্রভৃতি মাছ। ঠেলাজাল দিয়ে সেসব মাছ ধরতে নেমেছেন এই শখের জেলে। বন্দরের সোনাকান্দা এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বরপাটের চারা রোপণের জন্য খেত প্রস্তুত করছেন শ্রমিকেরা। ব্রাহ্মণকান্দা এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
কাপ্তাই হ্রদের মাঝখানে রাঙামাটি শহর সংযোগ সড়ক বাঁধটি পানিতে ডুবো ডুবো। ভাঙন ঠেকাতে চেষ্টা চলছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। শহরের কাঁঠালতলী এলাকা, কাপ্তাই, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বরওএমএসের চাল ও আটা সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বরকীর্তনখোলা নদীর পানিতে এক মৎস্যশিকারি খুচনি জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ১৯ সেপ্টেম্বরঅনলাইনভিত্তিক নারী উদ্যোক্তারা সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছেন। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন ক্রেতারা। ডিআইটি মসজিদসংলগ্ন এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বরঢাকা দ্রুতগতির উড়ালসড়কে দ্বিতীয় দিনের মতো চলছে বিআরটিসি বাস। কম যাত্রী নিয়েই ছেড়ে যায় খামারবাড়ির খেজুরবাগান থেকে বিমানবন্দরের উদ্দেশে। ১৯ সেপ্টেম্বরদেয়ালের ওপর বসে আছে এক জোড়া শালিক। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১৯ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে নেপালতলী ইউনিয়ন পরিষদ চত্বরে মেলা বসেছে। সেই মেলায় লাঠিখেলায় মেতেছেন দুই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। নেপালতলী ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া, ১৯ সেপ্টেম্বরনদীতে মাছ ধরতে নামার আগে জাল মেরামত করে নিচ্ছেন এক জেলে। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৯ সেপ্টেম্বরকাজীবাছা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন কয়েক জেলে। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৯ সেপ্টেম্বরবৃষ্টির মধ্যেই সবজি বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। গুপ্তপাড়া এলাকা, রংপুর, ১৯ সেপ্টেম্বরবীজ সংগ্রহ করার জন্য বড় লাউ মাচায় বেঁধে রাখছেন গৃহবধূ সালমা বেগম। কাইমউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, নর্থচ্যানেল, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বরবাড়ির পাশে বিল থেকে কলমিশাক তুলছেন এক নারী। ডাংগী এলাকা, চর মাধবদিয়া, ফরিদপুর, ১৮ সেপ্টেম্বর