একঝলক (৯ ফেব্রুয়ারি ২০২৪)

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বাংলামোটর, ঢাকা, ৯ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
মেডিকেলে ভর্তির পরীক্ষা দিতে এসেছেন এক শিক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে গভীর মনোযোগে বইয়ের পাতায় চোখ। ফিজিকস ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
ব্রিজের রেলিংয়ে গামছা, মাফলার, লুঙ্গি সাজিয়ে রেখেছেন বিক্রেতা। এক ক্রেতা গামছা দেখছেন। কিনব্রিজ, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
বাঙালি নদের পাড়ে বিস্তীর্ণ গমখেত। খেতের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। তাঁর সঙ্গে আছে দুই শিশু। হুয়াকুয়া গ্রাম, সোনাতলা, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
শর্ষে মাড়াইয়ে ব্যস্ত এক কৃষক পরিবার। সজনের পাড়া, সোনাতলা, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
বালুচর থেকে মিষ্টিকুমড়া তুলে স্তূপ করে রেখেছেন কৃষক। পাইকারিতে প্রতি মণ মিষ্টিকুমড়া এক হাজার টাকায় বিক্রি করছেন তিনি। হাট শেরপুর, সারিয়াকান্দি, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
নিজের খেত থেকে মিষ্টিকুমড়া ও ফুল সংগ্রহ করছেন চাষি সুবোধ কুমার চাকমা। বোদিপুর, সাপছড়ি, রাঙামাটি, ৯ ফেব্রুয়ারি
সেচের জন্য বিশেষ কায়দায় তিস্তার পানি তুলে পাইপের মাধ্যমে তা শস্যখেতে নিচ্ছেন চাষি। বিজয়বাঁধ, গঙ্গাচড়া, রংপুর, ৯ ফেব্রুয়ারি
পানি কমে যাওয়ায় তিস্তা নদীর মাঝ দিয়ে ঘোড়ার গাড়িতে সেচযন্ত্র গন্তব্যে নিয়ে যাচ্ছেন এক কৃষক। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ৯ ফেব্রুয়ারি
বাড়ির উঠানে খেলছে শিশুরা। আলালচর, গঙ্গাচড়া, রংপুর, ৯ ফেব্রুয়ারি
১১. গাছে বসে থাকা ফিঙে উড়ে যাচ্ছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ৯ ফেব্রুয়ারি।
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা সামনে রেখে প্রতিমা বানাতে ব্যস্ত এক শিল্পী। কালীবাড়ি, রাজেশ্বর, কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল মেশিনের সাহায্যে টুকরা টুকরা করে রোদে শুকাচ্ছেন এক শ্রমিক। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি
ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে ডালে ডালে ফুটেছে পলাশ ফুল। মিয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ শুক্রবার জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। টঙ্গী, গাজীপুর, ৯ ফেব্রুয়ারি
পাতাঝরা গাছের ডালে ঝুলে আছে বাদুড়। সার্কিট হাউস প্রাঙ্গণ, সিলেট, ৯ ফেব্রুয়ারি