একঝলক ( ২৫ নভেম্বর ২০২৩)

ইট–পাথরের শহর থেকে একটু দূরে জলাশয়ে ফুটে আছে কচুরিপানা ফুল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মইজ্যারটেক এলাকায় এই জলাশয়ের ওপর পোকামাকড় আর মাছ খেতে ঘুরে বেড়াচ্ছে বক, ডাহুক, শালিকসহ নানা জাতের পাখি। সড়কের পাশে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে সেখানে ভিড় করছেন লোকজন। মইজ্যারটেক এলাকা, চট্টগ্রাম, ২৫ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
কাঁধে জাল নিয়ে পুকুরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেশাদার কয়েকজন জেলে। গেইন্দা এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ নভেম্বর
শৈশবের স্মৃতি কত-না মধুর। ছুটির দিনে বাড়ির পাশে বাগানে পুতুল খেলায় মেতে উঠেছে দুই শিশু। উত্তর শোভারামপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ নভেম্বর
গাছ পাকা পেঁপে খাচ্ছে কোকিল। সাধনাপুর লুম্বিনী গ্রাম, রাঙামাটি, ২৫ নভেম্বর
ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় কালো ধোঁয়া রূপ নিয়েছে সোনালি রঙে। সালুটিকর এলাকা, গোয়াইনঘাট, সিলেট, ২৪ নভেম্বর
রিকশার কাঠামোতে দৃশ্য আঁকছেন শিল্পী সাদেক আলী। ভদ্রা এলাকা, রাজশাহী, ২৫ নভেম্বর
দুর্গম চরাঞ্চলে গাড়লের খামার করে মাসে লাখ টাকা আয় করছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। শাখাহাতীর চর, চিলমারী, কুড়িগ্রাম, ২৫ নভেম্বর
খাবার খেতে এসে জলাশয়ের জলকাদায় শুয়ে আছে মহিষ। পোকামাকড় শিকারের জন্য মহিষের পিঠে বসেছে সাদা বক। কটালপুর এলাকা, ফেঞ্চুগঞ্জ, সিলেট ২৫, নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করেন শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, ২৫ নভেম্বর
বাঁশগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে তৈরি করা হয়েছে ভেলা। পানির হালকা স্রোতে চলে বাঁশের ভেলা। কুশিয়ারা নদীর ফেরিঘাট, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৫ নভেম্বর
বাড়ির পাশের হাওরে ফুটেছে লাল শাপলা। হেমন্তের সকালে নৌকা নিয়ে হাওরে ঘুরে বেড়াচ্ছে দুরন্ত তিন শিশু। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ নভেম্বর
হেমন্তের সকালে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় মাছ ধরছেন মৎস্যজীবীরা। সিলেট, ২৫ নভেম্বর
কাগজের কার্টন তুলছেন ট্রাকের শ্রমিকেরা। এগুলো দিয়ে তৈরি করা হবে কাগজ। প্রতি আঁটি কাগজের কার্টন ট্রাকে তুলে দেওয়ার জন্য শ্রমিকেরা মজুরি পান ৪০ থেকে ৫০ টাকা। পোর্ট রোড, বরিশাল, ২৫ নভেম্বর
গভীর রাতে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে ট্রাকটি। ট্রাক থেকে পড়ে যাওয়া ড্রাম তুলছেন শ্রমিকেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ নভেম্বর
খেত থেকে আমন ধান তোলা হয়েছে। মাড়াইয়ের পর সড়কের ওপর খড় শুকাতে ব্যস্ত একজন। কালিকাপুর, কুমিল্লা, ২৫ নভেম্বর
চলছে ধান কাটার মৌসুম। তাই বাঁশ-বেতের তৈরি কুলা ও বিভিন্ন জিনিসের চাহিদা বেড়েছে। প্রতিটি কুলা বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। চৌয়ারা বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা, ২৫ নভেম্বর
সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে নারী শ্রমিকেরা মজুরি পাবেন ৩০০ টাকা। শিরগাতী, রূপসা, খুলনা, ২৫ নভেম্বর
ছাগল চরাতে এসে মুরগিকে খাওয়ানোর জন্য খেতে পড়ে থাকা ধান কুড়াচ্ছেন এই ব্যক্তি। শিরগাতী, রূপসা, খুলনা, ২৫ নভেম্বর
মুক্ত আকাশে ডানা মেলে উড়ছে পাখিরা। আইচগাতী, রূপসা, খুলনা, ২৫ নভেম্বর
সকালে কুয়াশা আর ঠান্ডায় জড়সড় হয়ে সাইকেল চালিয়ে কাজে ছুটছেন এক শ্রমিক। বুড়াইল এলাকা, রংপুর, ২৫ নভেম্বর
খেত থেকে লাউ তুলে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই চাষি। প্রতিটি লাউ ৩০ টাকায় বিক্রি করবেন। জলছত্র এলাকা, রংপুর, ২৫ নভেম্বর
দূরদূরান্ত থেকে শ্রমিকেরা দল বেঁধে ধান কাটতে এসেছেন। কেটে রাখা ধান শুকানোর পর গৃহস্থের বাড়িতে নিতে আঁটি বাঁধছেন একদল শ্রমিক। হোসেন নগর এলাকা, রংপুর, ২৫ নভেম্বর
কালীগঙ্গা নদীতে বড়শি দিয়ে মাছ ধরছেন দুই মৎস্যশিকারি। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২৫ নভেম্বর
এখন কৃষকের ঘরে উঠছে নতুন ধান। ভ্রাম্যমাণ চালকল নিয়ে কৃষকের বাড়িতে হাজির হয়েছেন নবীন শেখ। গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙিয়ে চাল করে দিচ্ছেন। ৬০ টাকা মণে ধান ভাঙিয়ে ৫০০ থেকে ৭০০ টাকা আয় হয়। দুর্গাপুর এলাকা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ২৫ নভেম্বর
খেত থেকে কাটা হয়েছে ধান। খেতের পাশেই যন্ত্র দিয়ে ধান মাড়াই করছেন কৃষকেরা। গোপালপুর, ফরিদপুর, ২৫ নভেম্বর
আগামীকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের ‘রাস উৎসব’ শুরু হচ্ছে। এ উপলক্ষে শেষ মুহূর্তে দেব–দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির, পালপাড়া এলাকা, রংপুর, ২৫ নভেম্বর
নিজের তৈরি দই ভাঁড়ে করে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছেন রনজিত কুমার ঘোষ। ১৫০ টাকা কেজি ধরে এই দই বিক্রি করে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন তিনি। জয়দেবপুর, ফরিদপুর, ২৫ নভেম্বর