একঝলক (১৩ আগস্ট ২০২৪)

এখন মৌসুম কচুর। নিজের জমি থেকে সকালে কচু তুলে বিক্রির জন্য বাজারে যাচ্ছেন এই চাষি। তামপাট এলাকা, রংপুর, ১৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
আমন ধানের খেতে মাজরা পোকা দমনে ওষুধ ছিটাচ্ছেন কৃষক। রামগোবিন্দ এলাকা, রংপুর, ১৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
মোহাম্মদ শাহ আলম কুমিল্লা গোমতীর চর থেকে পাইকারি দরে শীতকালীন সবজি মুলা কিনে ট্রাক্টরে করে নিয়ে এসেছেন বুড়িচং উপজেলার কালা কচুয়া এলাকায়। এরপর ধুয়েমুছে বাজারজাত করবেন তিনি। প্রতি কেজি ৪০-৪৫ টাকায় বিক্রি করবেন বলে তিনি জানান। ১৩ আগস্ট
 ছবি: এম সাদেক
পিকআপ ভ্যানে করে তৈরি পোশাক নিয়ে রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে সরবরাহ করতে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে মালামালের সঙ্গে গাড়িতে গাদাগাদি করে বসায় ঝুঁকি রয়েই যাচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকায় তোলা, নারায়ণগঞ্জ, ১৩ আগস্ট
সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজের উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বরিশাল, ১৩ আগস্ট
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দেয়ালে নারী জাগরণের বাণী আঁকছেন এক শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১৩ আগস্ট
রোদ থেকে রক্ষায় রিকশায় ছাতা বেঁধে নিচ্ছেন এক চালক। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৩ আগস্ট
দুপুরে গোসল করতে এসে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পূর্ব খাবাসপুর এলাকা,  ফরিদপুর, ১৩ আগস্ট
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্কুলে উপস্থিতি বেড়েছে। চট্টগ্রাম নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, ১৩ আগস্ট
দেয়ালে গ্রাফিতি এঁকেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায়, ১৩ আগস্ট
স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। তাই যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৩ আগস্ট
শিক্ষার্থী হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নেওয়াসহ চার দফা দাবিতে চট্টগ্রাম নগরে রোডমার্চ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়, ১৩ আগস্ট
থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে সাধারণ মানুষের ভিড়। ঢাকা, ১৩ আগস্ট
সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। গুলশান-২, ঢাকা, ১৩ আগস্ট
গুলশান লেকের বনানী অংশের পানিতে ময়লা-আবর্জনা জমে সৃষ্ট হয়েছে দুর্গন্ধ। এতে দূষিত হচ্ছে পরিবেশ। বনানী, ঢাকা, ১৩ আগস্ট
সারা দেশে বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের খোঁজে এসেছেন স্বজনেরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, ঢাকা, ১৩ আগস্ট