একঝলক (৩০ জুন, ২০২৪)

মাঠ থেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসা হয়েছে ধান। পথে কাদা থাকায় ধানসহ সেই গাড়ি উঁচু জমিতে তুলতে বেশ বেগ পেতে হচ্ছে। কোলাদী, পাবনা, ৩০ জুন
ছবি: হাসান মাহমুদ
একপশলা বৃষ্টির পর অপরূপ সুন্দর জারুল ফুল। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ৩০ জুন
মাড়াইয়ের আগে বাড়ির পাশের মাঠে রোদে তিল শুকাচ্ছেন এক গৃহবধূ। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩০ জুন
স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বৃষ্টি। খুদে শিক্ষার্থীর মাথায় তাই বাঁধা হয়েছে পলিথিন। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ৩০ জুন
আকাশজুড়ে আষাঢ়ের কালো মেঘ। যেকোনো মুহূর্তে নামবে বৃষ্টি। তাই তড়িঘড়ি করে ধান মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত কিষান-কিষানিরা। রহিমপুর, গয়েশপুর, পাবনা, ৩০ জুন
সকাল সকাল কাজে যাচ্ছেন একদল কৃষিশ্রমিক। বলরামপুর এলাকা, রংপুর, ৩০ জুন
মাঠে জমেছে বর্ষার পানি। তাই তো দম ফেলার ফুরসত নেই কৃষকদের। দিনভর আউশ ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। শেখেরকোলা সামুন্দার জান এলাকা, বগুড়া, ৩০ জুন
এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে। খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকা, খুলনা, ৩০ জুন
গ্রাম থেকে কাঁঠাল কিনে বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন রতন মণ্ডল। ভান্ডার পাইকা গ্রাম, সদর উপজেলা, বগুড়া, ৩০ জুন
আমের বীজ থেকে চারা করতে টবে পুঁতে রাখছেন দুই নারী শ্রমিক। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ৩০ জুন
পয়োনিষ্কাশনের লাইন নতুন করে স্থাপনের জন্য দীর্ঘদিন কেটে রাখা হয়েছে সড়ক। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মতিঝিল, ঢাকা, ৩০ জুন
বিক্রির জন্য পাট নিয়ে যাওয়া হচ্ছে। বিনোদপুর এলাকা, রংপুর, ৩০ জুন
রাজধানীর রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে নির্মাণ করা ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’-এ উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেই খালের অংশ পরিষ্কার করা হচ্ছে। মোহাম্মদপুর, ঢাকা, ৩০ জুন
ঢাকা-সিলেট মহাসড়কে দিব্যি চলাচল করছে তিন চাকার যানবাহন। এসব যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তেলিবাজার এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ জুন
বৃষ্টিতে বীজতলা থেকে ধানের চারা তোলা হচ্ছে। নীচপাড়া এলাকা, কুতুকছড়ি, রাঙামাটি, ৩০ জুন