একঝলক (০৩ সেপ্টেম্বর ২০২২)

ফতুল্লা থানা যুবদল নেতা শাওন হত্যা এবং সারা দেশে পুলিশের হামলায় নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ সমাবেশ। হরি কিশোর রায় রোড, ময়মনসিংহ, ৩ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
নছিমন-করিমন মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও অবাধে চলছে বাহনটি। এর ওপর আবার চলছে উল্টো পথে। মহাসড়কে নিষিদ্ধ এসব পরিবহনের যত্রতত্র চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আলেখার চর শংকরপুর, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর
পাহাড় থেকে সংগ্রহ করে ট্রাকে তোলা হচ্ছে কলার ছড়ি। এ কলা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ সেপ্টেম্বর
ঢাকার রূপগঞ্জ থেকে চিনি ও ময়দা খুলনার বড় বাজারে নিয়ে এসেছে ট্রলারটি। ট্রলার থেকে মোকাম পর্যন্ত প্রতিটি বস্তা তুলতে এই শ্রমিকেরা পারিশ্রমিক পান ১২ টাকা। বলাকা ঘাট, খুলনা, ৩ সেপ্টেম্বর
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে পদ্মায় লোকনাট্যের নৌযাত্রা। পঞ্চপট্টি, রাজশাহী, ৩ সেপ্টেম্বর
গত ৪ জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ৫১ জন নিহত হন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের নির্দেশনায় ২ লাখ ৫০ হাজার গ্যালন আয়তনের পানির রিজার্ভার নির্মাণে কাজ করছে কর্তৃপক্ষ। বিএম কনটেইনার ডিপো, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর
ঐতিহ্যবাহী ধর্মসাগর দিঘিতে চলছে বড়শি দিয়ে মাছ শিকারের প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শৌখিন মৎস্যশিকারিরা বসেছেন দিঘির চার পাড়ে। মাছ শিকারে প্রতি মাচার টিকিট বিক্রি হয় ১৮ হাজার টাকায়। ধর্মসাগর দিঘি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর
ক্যারি-অনপদ্ধতি বহাল ও সিজিপিএ নিয়ম বাতিল চেয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কলেজ ক্যাম্পাস, বরিশাল, ৩ সেপ্টেম্বর
সংরক্ষিত ভুট্টা বাজারজাতের জন্য যন্ত্রের সাহায্যে পরিষ্কার করা হচ্ছে। তিনপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর
খেত থেকে কাঁচা মরিচ তুলছেন নারী শ্রমিকেরা। ১৫ থেকে ২০ কেজি মরিচ তুলে মজুরি হিসেবে জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা আয় করেন তাঁরা। মহারাজপুর, ফরিদপুর, ৩ সেপ্টেম্বর
স্কুল ছুটির দিন অ্যাকুয়ারিমের মাছ কিনতে এসেছে এক শিশু। নানা প্রজাতির দেশি-বিদেশি প্রতিটি মাছ ৫০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুর, ৩ সেপ্টেম্বর
ফেরি করে বেত ও বাঁশের তৈরি মোড়া বিক্রি করছেন এক ব্যক্তি। রেলওয়ে স্টেশন, সিলেট, ৩ সেপ্টেম্বর
মায়ের সঙ্গে গাছে ওঠার চেষ্টা করছে একটি বানরছানা। ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩ সেপ্টেম্বর
পদ্মার পানি বাড়তে শুরু করেছে। নতুন পানিতে মাছ ধরার ফাঁদ পাতছেন জেলে আলতাফ হোসেন। পঞ্চপট্টি, রাজশাহী, ৩ সেপ্টেম্বর
ভারত থেকে আমদানি করা চুনাপাথর সিলেটের বিভিন্ন এলাকার স্টোন ক্রাশার মিলে আনা হয়। সেখানে ৫০০ থেকে ৭০০ টাকা মজুরিতে বড় পাথর ভাঙার কাজ করেন শ্রমিকেরা। ধোপাগুল, সিলেট, ৩ সেপ্টেম্বর