একঝলক (৮ সেপ্টেম্বর ২০২৩)

পুকুরের চার পাড়ে মাচা বানিয়ে সবজি চাষ করা হয়েছে। তার পাশ দিয়ে বয়ে চলেছে খাল। সে খাল বেয়ে নৌকায় গবাদিপশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে একজন। আবনালী, তেরখাদা উপজেলা, খুলনা, ৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
বিলের কোমরসমান পানি থেকে আউশ ধান কাটছেন কৃষক। নেবুদিয়া, তেরখাদা উপজেলা, খুলনা, ৮ সেপ্টেম্বর
ধানখেতের আলে চায়না দুয়ারি নামক একধরনের জাল পেতে মাছ শিকার করছে দুই কিশোর। ফরিদপুর, ৮ সেপ্টেম্বর
সাইকেলে করে বিক্রির জন্য বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছেন এক ফেরিওয়ালা। মিঠাপুকুর, রংপুর, ৮ সেপ্টেম্বর
সিলেটে গত কয়েক দিন ভাদ্রের খরতাপের পর শুক্রবার দুপুরে স্বস্তির বৃষ্টি নেমেছে। বারুতখানা, সিলেট, ৮ সেপ্টেম্বর
সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। ঢেউ কম থাকায় মাঝনদীতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। সিলেট, ৮ সেপ্টেম্বর
করতোয়া নদীতে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। বগুড়া সদর, ৮ সেপ্টেম্বর
ধানখেতে বসে আছে শালিক পাখির দল। বগুড়া, ৮ সেপ্টেম্বর
আঁশ ছাড়ানো শেষে রোদে শুকাতে পাটকাঠি সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৮ সেপ্টেম্বর
জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের শেষ প্রান্তে ১৫০ মিটার জায়গা দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখায় সেখানে বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে পণ্য আমদানি-রপ্তানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জুড়ী, মৌলভীবাজার, ৭ সেপ্টেম্বর
পানিতে ফেলে রাখা বাঁশের মাথায় বসে আছে পাতিহাঁস। কিশোরগঞ্জ, ৭ সেপ্টেম্বর
ঢাকা থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভোররাতে মহাসড়কের পাশে উল্টে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, ৮ সেপ্টেম্বর
কপোতাক্ষ নদ থেকে চিংড়ির রেণু পোনা আহরণ করতে জাল টানছেন এক ব্যক্তি। কয়রা, ৮ সেপ্টেম্বর