মাটির তৈরি নানা রকমের সামগ্রীর পসরা সাজিয়েছেন বিক্রেতা মমতাজ হোসেন। টেলিফোন ভবনের সামনে, রংপুর, ২ অক্টোবর
হিমাগারে কাজ করতে যাচ্ছেন কয়েকজন নারী শ্রমিক। ময়নাকুঠি, রংপুর, ২ অক্টোবর
বিজ্ঞাপন
বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে দুই খুদে শিক্ষার্থী। খটখটিয়া, রংপুর, ২ অক্টোবর
বিজ্ঞাপন
সিলেটে রোববার রাতে মুষলধারে বৃষ্টি হয়। এতে নগরের বিভিন্ন নিচু এলাকার সড়কে পানি জমে যায়। জলমগ্ন সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহান লোকজন। খোজারখলা, সিলেট, ২ অক্টোবরনির্মাণাধীন ভবনের ছাদের একেবারে কিনারে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক। খোজারখলা, সিলেট, ২ অক্টোবরশিশুদের খেলার সামগ্রী ফেরি করছেন এক বিক্রেতা। কাজীরবাজার, সিলেট, ২ অক্টোবর সিলেটের বাজারে বেড়েছে শাক-সবজির দাম। বিভিন্ন ধরনের শাক-সবজি নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা। শেখঘাট, সিলেট, ২ অক্টোবরসকালবেলা ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ২ অক্টোবরঝিরিঝিরি বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। সঙ্গে আছেন এক অভিভাবক। বাস্তুহারা, খুলনা, ২ অক্টোবর ওএমএসের পণ্য কিনতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন নারীরা। আলাদাতপুর, নড়াইল, ২ অক্টোবরসিরাজগঞ্জের কাপড়ের হাটে কাপড় সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। তবে হাটে ক্রেতার সংকট রয়েছে। নিউমার্কেট এলাকা, সিরাজগঞ্জ সদর, ২ অক্টোবরখুলনার প্রধান প্রবেশদ্বার জিরো পয়েন্ট এলাকার সড়ক বেহাল। বৃষ্টি হলে এখান দিয়ে চলাচলে ভোগান্তি আরও বেড়ে যায়। জিরো পয়েন্ট, খুলনা, ২ অক্টোবরবিক্রির জন্য ছোট ছোট ভ্যানে আমড়া সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। আকার অনুসারে প্রতিটি আমড়া ৬ থেকে ১০ টাকা খুচরা দামে বিক্রি করা হয় বলে জানান তাঁরা। কদমতলী, চট্টগ্রাম, ২ অক্টোবরকাঁচা মরিচের দাম আবার বেড়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২ অক্টোবরক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ২ অক্টোবরস্টিলের তৈজসপত্রের পলিশ শেষ, গোছানোর কাজ করছেন কারিগর। কামরাঙ্গীরচর, ঢাকা, ২ অক্টোবর বিদ্যালয় ছুটি হওয়ার পর হাসি আর গল্পে দল বেঁধে বাড়ি ফিরছে ছেলেমেয়েরা। বাংলাবাজার-সাদিপুর সড়ক, কোমরপুর, পাবনা, ২ অক্টোবর একসময় দ্রুতগামী যানবাহন হিসেবে ঘোড়ার গাড়ির প্রচলন থাকলেও বর্তমানে শুধু চর এলাকায় মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে ঘরে ফিরছেন এক কৃষক। চর কোমরপুর, দোগাছি, পাবনা, ২ অক্টোবর ভ্যাপসা গরম ও রোদের মাঝে ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে মাথায় ছাতা নিয়ে নেমেছেন এই ব্যক্তি। কোমরপুর, দোগাছি, পাবনা, ২ অক্টোবরআমন ধানের খেতের পাশে জমা পানিতে নিজের গা ভিজিয়ে নিচ্ছে দোয়েল পাখি। লীলাপাড়া, সিলেট, ২ অক্টোবরবাজারে এসেছে মৌসুমি ফল কতবেল। প্রতিটি বিক্রি হচ্ছে আকারভেদে ৩০ থেকে ৫০ টাকা। পাবলিক লাইব্রেরির সামনে, রংপুর, ২ অক্টোবরপাটের ন্যায্যমূল্য না পেলেও অনেক কৃষক ঘোড়ার গাড়ি, রিকশা, ভ্যান বোঝাই করে গোয়ালন্দ বাজারে পাট বিক্রি করতে আসছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২ অক্টোবরবাকেরগঞ্জ সড়কের বরগুনা অংশের পৌর শহর প্রবেশদ্বারের প্রধান সড়কটির পিচ-খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই পথের যাত্রীদের চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হয়। বরগুনা, ২ অক্টোবরশেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরে ৩ মাস ধরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে ফাঁকা হয়ে পড়েছে বন্দরটি। নাকুগাঁও স্থলবন্দর, শেরপুর, ২ অক্টোবরনিজের বাগানের শজনেপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক খামারি। রোদে শুকনা শজনেপাতার চাহিদা বাড়ছে দিন দিন। দেবতা ছড়ি গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ২ অক্টোবরবিলেতি ধনেপাতা খেত থেকে তুলে এনে পাহাড়ি ছড়ায় ধুয়ে পরিষ্কার করতে এসেছেন তংচংগ্যা জনগোষ্ঠীর এক তরুণ। ধনেপাতার মৌসুম শেষে দাম বেড়েছে আগের চেয়ে তিন গুণ। শহরের পাইকারেরা এসে গ্রাম থেকে কিনে নিয়ে যান কেজি ১৩০ টাকা। দেবতা ছড়ি গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ২ অক্টোবর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলায় রূপসা ও তেরখাদা দল মুখোমুখি হয়। জেলা স্টেডিয়াম, খুলনা, ২ অক্টোবরচীন, জাপান ও থাইল্যান্ড থেকে আমদানি করা এসব গাড়ির চাকার ব্যবসা খুব জমজমাট। আকার ও মান অনুসারে প্রতিটি চাকা বিক্রি হয় ১২ থেকে ৪০ হাজার টাকায়। আগ্রাবাদ, চট্টগ্রাম, ২ অক্টোবরচলতি মাসের শেষ দিকে উদ্বোধন করা হবে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি। পতেঙ্গা, চট্টগ্রাম, ২ অক্টোবর ব্যস্ততম সড়ক নিউমার্কেট মোড়ে দীর্ঘদিন ধরে নালা সংস্কারকাজ চলছে। নালার মাটি সব সড়কের ওপর রাখা হয়েছে, পাশাপাশি সংস্কারকাজ করার জন্য রাখা হয়েছে পাথর ও বালু। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। নিউমার্কেট মোড়, চট্টগ্রাম, ২ অক্টোবর