একঝলক (৬ সেপ্টেম্বর ২০২৪)

চালতা ফল বিক্রির আশায় রাঙামাটি শহরের দিকে রওনা হয়েছেন এক নারী। পাহাড়ে এ ফলের বেশ চাহিদা রয়েছে। শহরের লুম্বিনী গেট, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১ সেপ্টেম্বর। নতুন জাল তৈরির কাজে ব্যস্ত জেলেরা। বিলাইছড়ি পাড়া, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর
ভাওয়াল বনাঞ্চলের কিছু জায়গায় এখনো বানরের বসতি আছে। উন্মুক্ত শালবনে গাছের ডালে বসে আছে একটি বানর। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ৬ সেপ্টেম্বর
ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। মরংছড়ি বটতলী মোন, রাঙামাটি, ৬ সেপ্টেম্বর
বাড়ির উঠানে খাঁচা তৈরিতে ব্যস্ত দুই ব্যক্তি। লতিবপুর, মিঠাপুকুর, রংপুর, ৬ সেপ্টেম্বর
বাঁশের তৈরি মুরগির খাঁচা ফেরি করে বিক্রির আশায় বেরিয়েছেন এই ব্যক্তি। পাগলারহাট, মিঠাপুকুর, রংপুর ৬ সেপ্টেম্বর
সিমেন্ট দিয়ে তৈরি খুঁটি ঘরবাড়িসহ নানা কাজে ব্যবহার হয়। প্রতিটি খুঁটি আকারভেদে ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হয়। গাজীর মোড়, মিঠাপুকুর, রংপুর, ৬ সেপ্টেম্বর
বর্ষা মৌসুমে ধানখেতে মাছ এসেছে। পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিয়ে মাছ ধরছেন বাবা–ছেলে। জানকি, রংপুর, ৬ সেপ্টেম্বর
চাষ করা দেশি জাতের মাল্টার অস্থায়ী পাইকারি বাজার বসেছে। প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৬ সেপ্টেম্বর
মুলাখেতে নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ৬ সেপ্টেম্বর
গ্রামে গ্রামে ঘুরে পাটকাঠি কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। প্রতি ১০০ আঁটি পাটকাঠি ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়। গোড়রী, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ৬ সেপ্টেম্বর
মিষ্টিকুমড়া ভর্তি থুরুং মাথায় চাপিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন মা ও মেয়ে। এম্পুপাড়া, চিম্বুক, বান্দরবান, ৬ সেপ্টেম্বর
দেয়ালে বসে খুনসুটিতে মেতেছে জোড়া ঘুঘু। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ৬ সেপ্টেম্বর
খাবারের খোঁজে ডালে বসেছে বুলবুলি পাখি। চলেরহাট, খুলনা, ৬ সেপ্টেম্বর
বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরছেন মোস্তফা শেখ। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর
স্ত্রী পলি রানী পালকে সঙ্গে নিয়ে মাটির তৈরি তৈজসপত্র পোড়ানোর জন্য ভাটায় সাজাচ্ছেন স্বপন কুমার পাল। পসরা পালপাড়া, কৈজুরী, ফরিদপুর, ৬ সেপ্টেম্বর