গ্রামীণ পথের পাশের গাছে অনেক কাঁঠাল ধরেছে। সেখান থেকে কেনা কাঁঠাল ভ্যানে করে নিয়ে আসছেন চালকেরা। সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হবে। মাঝিড়া এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৪ জুলাই খাবার খাওয়া শেষে জলাশয় থেকে উঠে শরীর ঝেড়ে নিচ্ছে রাজহাঁসের দল। স্টেশন রোড, সিলেট, ৪ জুলাই
বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুশিয়ারা নদীর পানি বেড়ে উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকা প্লাবিত হয়েছে। সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বইছে ঢলের পানি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রামধাবাজার এলাকা, বিয়ানীবাজার, সিলেট, ৪ জুলাইপাহাড়ি গ্রামগুলো থেকে মৌসুমি ফল, শাকসবজি কিনে গন্তব্যে যাচ্ছেন পাইকারেরা। ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন কয়েকজন। সাপছড়ি এলাকা, রাঙামাটি, ৪ জুলাই
বিজ্ঞাপন
বর্ষায় খাল-বিল ও হাওরে পানি বাড়ায় চাহিদা বাড়ে ছোট নৌকার। কাঠের প্রকারভেদে এসব নৌকা বিক্রি হয় ৩ হাজার থেকে ১০ হাজার টাকায়। দ্বীপচর, দোগাছি, পাবনা, ৪ জুলাই বর্ষা মৌসুম এলে বাড়ির চাল ঢাকতে বা ভিজতে দেওয়া যাবে না—এমন জিনিস ঢেকে রাখতে চাহিদা বাড়ে ত্রিপলের। নানা রঙের এসব ত্রিপল মান অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হয়। স্টেশন সড়ক, খুলনা, ৪ জুলাই
বিজ্ঞাপন
সামান্য বৃষ্টিতেই খুলনার খানজাহান আলী সড়কের রয়েল মোড় পানিতে ডুবে যায়। প্রতি বর্ষা মৌসুমে এ যেন নিয়মিত চিত্র। রয়েল মোড়, খুলনা, ৪ জুলাইপদ্মায় পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে তলিয়ে যাওয়া বাদাম তুলে আনছেন কৃষকেরা। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৪ জুলাই খামারের পাশের জমিতে ছেড়ে দেওয়া হয়েছে হাঁসের পাল। সারা দিন জমিতে ঘুরে ঘুরে খাবার খাওয়া শেষে এই হাঁসের পাল আবার চলে যাবে খামারে। নোয়াপাড়া এলাকা, সদর দক্ষিণ, কুমিল্লা, ৪ জুলাইসরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা খুলনার জিরো পয়েন্ট অবরুদ্ধ করে রাখেন। চারটি মহাসড়কের কেন্দ্রবিন্দু বন্ধ হওয়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। জিরো পয়েন্ট, খুলনা, ৪ জুলাই বোরো ধান কেটে নেওয়ার পর রয়ে যায় নাড়া। নাড়ায় আবার গজিয়েছে ধান। কৃষক এরশাদ মিয়া পাকা ধান কাটছেন। চৌয়ারা গ্রাম, কুমিল্লা, ৪ জুলাইকয়েক দিনের টানা বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে নগরের বেশ কিছু সড়ক। বড় বড় গর্তের কারণে সেসব সড়ক দিয়ে যানবাহন চলাচলে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। প্রায় সময় এসব গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ি। হালিশহর ওয়াপদা এলাকা, চট্টগ্রাম, ৪ জুলাই সামান্য বৃষ্টিতেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমে যায় পানি। পানি নামতে সময় লাগে। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। সদরের ডিবি সড়ক, গাইবান্ধা, ৪ জুলাইকাঁঠালের মৌসুম এখন। বিকিকিনিও ভালো। বিক্রির জন্য ট্রাকে করে আনা কাঁঠাল নামানো হচ্ছে। কদমতলী এলাকা, সিলেট, ৪ জুলাইগ্রামীণ ঐতিহ্যবাহী মার্বেল খেলা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। কালেভদ্রে কোথাও কোথাও শিশুদের এই খেলা খেলতে দেখা যায়। উনাইসার গ্রাম, কুমিল্লা, ৪ জুলাই