পাহাড়ের কোলে ঝুঁকিপূর্ণ বসবাস। নতুন পাড়া এলাকা, রাঙামাটি, ২ জুলাই
বাগান থেকে আনারস তুলে আনার পর বাছাই করছেন কৃষ্ণা তঞ্চঙ্গ্যা নামে এক নারী। বেথানীপাড়া এলাকা, বান্দরবান, ২ জুলাই
বিজ্ঞাপন
রাতভর মাছ শিকার শেষে গোমতীর নদীর পাশের সড়কে জাল শুকাচ্ছেন এক মৎস্যজীবী। চানপুর এলাকা, কুমিল্লা, ২ জুলাই
বিজ্ঞাপন
গ্রামের পথে বিক্রি করতে মুরগি নিয়ে ভ্যানে সাজাচ্ছেন এই ব্যবসায়ী। প্রতি কেজি বিক্রি করছেন ২৬৫ টাকা করে। বাদিয়ার মোড়, নীলফামারী, ২ জুলাই সাতসকালে সবজির ঝুড়ি কাঁধে নিয়ে পাড়ার বিক্রি করতে ঘুরছেন এই ব্যক্তি। বাবুপাড়া এলাকা, নীলফামারী, ২ জুলাই নওগাঁ জেলা থেকে চাল এসেছে। চাল গুদামে তুলছেন এক ব্যবসায়ী। হাজী মহসিন সড়ক, নীলফামারী, ২ জুলাই নদীর তীরে পেতে রাখা চাঁই থেকে মাছ সংগ্রহ করছেন পদ্মাপারের এক বাসিন্দা। মুন্সিডাঙ্গী এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ২ জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। সাভার, ঢাকা, ২ জুলাই চর থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে নৌকায় করে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। মুন্সিডাঙ্গী এলাকা, ডিক্রির চর, ফরিদপুর, ২ জুলাই সকাল থেকেই বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন দিনমজুর এই শ্রমিকেরা। কাজের আশায় বসে আছেন তাঁরা। আলিপুর এলাকা, ফরিদপুর, ২ জুলাই বৃষ্টিতে পানি জমেছে মাঠে। সেখানে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। গোপালপুর, পাবনা, ২ জুলাই সকাল সকাল ফসলি জমিতে বেগুনের চারা রোপণে ব্যস্ত এক কৃষক। গয়েশপুর, পাবনা, ২ জুলাই পরীক্ষা শেষ হওয়ার আগে ঝুম বৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। জাফর আহমদ চৌধুরী কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম, ২ জুলাই নষ্ট হয়ে যাওয়া রেলের স্লিপার বদলাতে নতুন স্লিপার রেল ট্রলিতে তুলছেন শ্রমিকেরা। জোড়াগেট, খুলনা শহর, ২ জুলাই লেগুনার পেছনে ঝুলে চলাচল করছে স্কুলশিক্ষার্থীরা। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আগারগাঁও এলাকা, ঢাকা, ২ জুলাই রাজধানীতে দিনভর থেমে থেমে ছিল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে। বিমানবন্দর সড়কের কাকলি মোড় এলাকা, ঢাকা, ২ জুলাই