একঝলক (৩১ ডিসেম্বর, ২০২৩)

সাতসকালে বাঁধাকপি খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, ৩১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
হাট থেকে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম কিনে ট্রলারে দূরের গ্রামে ফিরছেন খুচরা ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে এসব পণ্য বিক্রি করবেন তাঁরা। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ৩১ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ।
শীতের সকালে রোদ পোহানোর জন্য কুকুরছানা নিয়ে আনন্দে মেতেছে এক শিশু। অবসরের বেশির ভাগ সময় কুকুরছানার সঙ্গে সময় কাটায় সে। সারসি, কাশিপুর, বরিশাল, ৩১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
পশুপাখি তাড়াতে আলুখেতের মাঝখানে রাখা হয়েছে কাকতাড়ুয়া। এর মধ্যেও আলুখেতে ঢুকে পড়েছে একটি ছাগল। ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ৩১ ডিসেম্বর
সিলেটের বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে মাছের খামার করেছেন অনেকে। লাভজনক হওয়ায় দিনে দিনে মাছ চাষে আগ্রহ বাড়ছে। নৌকায় করে মাছের খাবার ছিটিয়ে দেওয়া হচ্ছে। বাঘের সড়ক, জৈন্তাপুর, সিলেট, ৩১ ডিসেম্বর
ডোবায় জমে থাকা পানি সেচে মাছ ধরতে নেমেছে একদল কিশোর। টিক্কারচর, কুমিল্লা, ৩১ ডিসেম্বর
বাঁশ, বেত ও কাঠ দিয়ে বিভিন্ন কুটির পণ্য তৈরি করেন মো. জাকির হোসেন। তাঁকে সাহায্য করেন পলি রানী দাস। এসব পণ্য দেশের নানা জায়গায় পাইকারি দরে বিক্রি করে থাকেন তাঁরা। জাহাননগর, কাপ্তানবাজার, কুমিল্লা, ৩১ ডিসেম্বর
বাজার থেকে মাছ কিনে ফেরি করে বিক্রি করার জন্য বের হয়েছেন এই বিক্রেতা। শীতের মাঝেও জীবিকার তাগিদে এই ছুটে চলা। নুরপুর, পাবনা, ৩১ ডিসেম্বর
বছর শুরুর দিন ১ জানুয়ারি উদ্‌যাপিত হবে বই উৎসব। সরকারি উদ্যোগে প্রতিবছর বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে দেওয়া হয় পাঠ্যবই। তাই বিদ্যালয়ে চলছে বই উৎসবের প্রস্তুতি। উত্তম শিশুরত্ন কিন্ডারগার্টেন ও স্কুল, বানিয়াপাড়া, রংপুর, ৩১ ডিসেম্বর
শীতের মধ্যে কোলের শিশুকে কম্বলে মুড়িয়ে গন্তব্যের উদ্দেশে বের হয়েছেন এই নারী। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৩১ ডিসেম্বর
পৌষের শীতের সকালে উষ্ণতা পেতে আগুন পোহাতে বসেছে মানুষ। তালতলা, ডুমুরিয়া, খুলনা, ৩১ ডিসেম্বর
ইরি ধানের বীজতলা থেকে ধানের চারা তুলছেন তিন কৃষক। এ চারা ধান আবার রোপণ করা হবে অন্য জমিতে। বড়ডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ৩১ ডিসেম্বর
কুয়াশামাখা শীতের সকালে জমিতে হালচাষ করছেন এক কৃষক। সোন্দাবাড়ি, গাবতলী, বগুড়া, ৩১ ডিসেম্বর
বছরের শেষ সূর্যাস্ত। পতেঙ্গা, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর
সিলভারের নতুন কলসি বানিয়ে বিক্রির জন্য সড়কের ওপর সাজিয়ে রাখা হয়েছে। মির্জাপুল, চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর