একঝলক (১২ জানুয়ারি ২০২৪)

খাবারের খোঁজে ঝিম মেরে বসে আছে পাখি। জালশুকা, শাজাহানপুর, বগুড়া, ১২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
তীব্র ঠান্ডা উপেক্ষা করেই সূর্যমুখী ফুলের বাগানে বেড়াতে এসেছেন ভ্রমণপ্রিয় মানুষেরা। বিএডিসি খামার, টেবুনিয়া, পাবনা, ১২ জানুয়ারি
ফুলকপির খেতে সার দিচ্ছেন এই কৃষক। শাহনগর, শাজাহানপুর, বগুড়া, ১২ জানুয়ারি
কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে ফুটপাতের দোকানগুলো থেকে গরম কাপড় কিনতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষেরা। আলীপুর, ফরিদপুর, ১২ জানুয়ারি
শর্ষেখেতের পাশে ক্রিকেট খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। সুজাবাদ, শাজাহানপুর, বগুড়া, ১২ জানুয়ারি
পাবনায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেও জীবিকার তাগিদে জমিতে আসতে হয়েছে কৃষকদের। কারণ, এখনই ধানের চারা রোপণের সময়। টেবুনিয়া, পাবনা, ১২ জানুয়ারি
কৃষকদের কাছ থেকে মণপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে শিম কিনেছেন ব্যবসায়ীরা। বিক্রির আশায় সেগুলো ধুয়ে বস্তায় ভরা হচ্ছে। কামারপাড়া হাট, শাজাহানপুর, বগুড়া, ১২ জানুয়ারি
তিস্তার চরে সাইকেল নিয়ে আলু কিনতে যাচ্ছেন ক্রেতারা। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ১২ জানুয়ারি
বাগানে ফুলে ফুলে ঘুরে মধু আহরণে ব্যস্ত এক মৌমাছি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা, ১২ জানুয়ারি
তিস্তার চরে মিষ্টি কুমড়া তোলা শুরু হয়েছে। এসব কুমড়া প্রতি কেজি পাইকারি ২০ থেকে ২২ টাকায় বিক্রি করা হবে। আলালচর, গঙ্গাচড়া, রংপুর, ১২ জানুয়ারি
জমি থেকে লালশাক তুলছেন এক নারী। উত্তর কাট্টলী, চট্টগ্রাম, ১২ জানুয়ারি
রংপুরে কয়েক দিন থেকে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীত থেকে রক্ষা করতে ছাগলের গায়ে গরম কাপড় জড়িয়ে দিচ্ছেন এই ব্যক্তি। ময়নাকুঠি, রংপুর, ১২ জানুয়ারি
প্রচণ্ড ঠান্ডায় একটু উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে বসেছেন একজন নির্মাণশ্রমিক। বাস্তুহারা, খুলনা, ১২ জানুয়ারি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নাব্যতা কমে যাওয়ায় ড্রেজিংয়ের মাধ্যমে ওয়ানওয়ে চ্যানেল চালু করা হয়েছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ জানুয়ারি
বুনো ফুল থেকে মধু সংগ্রহ করছে বাহারি প্রজাপতি। আঙ্গাউড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১২ জানুয়ারি