বাড়ির পাশে নিজের জমিতে পটোল চাষ করেছেন কৃষক জাফর শেখ। খেতের পটোল বিক্রির আশায় স্ত্রী ফেরদৌসী বেগমকে সঙ্গে নিয়ে মাচা থেকে পটোল তুলছেন তিনি। শোলাকুণ্ড, কানাইপুর, ফরিদপুর ২০ অক্টোবরভাঙাচোরা পানছড়ি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেছে একটি ট্রাক। লতিবান, খাগড়াছড়ি, ২০ অক্টোবর
মৃৎশিল্পী সম্মেলনে চিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। দুই দিনব্যাপী এ সম্মেলনে সম্মাননা প্রদান, চিত্র ও মৃৎসামগ্রী প্রদর্শনী, মৃৎশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অশ্বিনীকুমার হল, বরিশাল নগর, ২০ অক্টোবরছুটির দিনে বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর–তরুণ। খটখটিয়া, রংপুর, ২০ অক্টোবর
বিজ্ঞাপন
মৃৎশিল্পী মেলায় নানা ধরনের জিনিসপত্র দেখছে এক কিশোরী। মেলায় দক্ষিণাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মৃৎশিল্পীরা তাঁদের উৎপাদিত শিল্পসম্ভার নিয়ে অংশ নিচ্ছেন। অশ্বিনীকুমার হল, বরিশাল নগর, ২০ অক্টোবরবাজারে বিক্রির জন্য হিমাগার থেকে আলু পাঠানো হবে। এর আগে চলছে বাছাইয়ের কাজ। ময়নাকুঠি, রংপুর, ২০ অক্টোবর
বিজ্ঞাপন
দুর্গাপূজায় বসবে মেলা। সেখানে বিক্রির জন্য মাটির ঘোড়া, মুরগি, ফুলদানিতে রঙের কাজে ব্যস্ত জয়ন্তী পাল। আকার অনুযায়ী পাইকারি ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত এসব জিনিস বিক্রি করবেন তিনি। সেনহাটি দিঘলিয়া, খুলনা, ১৯ অক্টোবরতিস্তা নদীতে পানি বেশ কমে গেছে। জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন বাবা ও ছেলে। এসকেএস বাজার, গঙ্গাচড়া, রংপুর, ২০ অক্টোবরসড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে জলাশয়ে পড়ে গিয়েছিল বাসটি। সেখান থেকে এটিকে রেকার দিয়ে তুলে আনা হচ্ছে। জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২০ অক্টোবরগাছের ডালে বসেছে একটি রঙিন ফড়িং। মুজগুন্নী, খুলনা, ২০ অক্টোবরআখ রোপণের জন্য খেত প্রস্তুত করছেন কৃষকেরা। ইব্রাহিমদি, কানাইপুর, ফরিদপুর ২০ অক্টোবরচাল ও মসলার গুঁড়া করতে সিমেন্ট ও বালু মিশিয়ে বিশেষ একটি পাত্র তৈরি করছেন কারিগর আজিজুল ইসলাম। স্থানীয় লোকজন এটিকে ‘উড়ুন’ বলে থাকেন। প্রতিটি উড়ুন ১৫০ টাকায় বিক্রি করবেন তিনি। কুটিপাড়া, গঙ্গাচড়া, রংপুর, ২০ অক্টোবরইছামতী নদীর তীরবর্তী এলাকা থেকে জ্বালানির লাকড়ি সংগ্রহের জন্য যাচ্ছেন নুর নাহার। মহিষাবান, গাবতলী, বগুড়া, ২০ অক্টোবরফেরি করে কাঠের তৈরি চামচ, খুন্তি, ঘুটনি, স্টিলের চামচসহ নানান সামগ্রী বিক্রি করেন বেলায়েত মোল্লা। আবেগপুর, বুড়িচং, কুমিল্লা, ২০ অক্টোবরজমিতে লালশাক চাষ করেছেন এই ব্যক্তি। গোবিন্দপুর, বুড়িচং, কুমিল্লা, ২০ অক্টোবরচট্টগ্রাম বিভাগীয় বইমেলায় বিভিন্ন স্টলে পছন্দের বই দেখছেন দর্শনার্থীরা। মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ, চট্টগ্রাম, ২০ অক্টোবর