একঝলক (১৯ মে, ২০২৩)

উন্নয়নমূলক কাজে ব্যবহৃত সরঞ্জাম ঝুঁকিপূর্ণভাবে রাখা হয়েছে সড়কের পাশে। দয়াগঞ্জ রেলগেট এলাকা, ঢাকা, ১৯ মে
ছবি: দীপু মালাকার
রাজধানীর পল্টনে দুর্নীতি ও দুঃশাসনবিরোধী গণসমাবেশ করে গণ অধিকার পরিষদ। ১৯ মে
পঙ্কজ ভট্টাচার্য স্মরণে আয়োজিত নাগরিক সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন আগত মানুষেরা। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন, শাহবাগ, ঢাকা, ১৯ মে
খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। খুলনা প্রেসক্লাব এলাকা, ১৯ মে
রাস্তায় ঘুরে ঘুরে কানের দুল, ফিতা, আলতা, চুড়ি বিক্রি করেন মাহবুব। ৩৫ বছর ধরে এ পেশায় যুক্ত রয়েছেন তিনি। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ১৯ মে
পাবনায় যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছেন বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের কল্যাণপুর চরের মানুষ। ভাঙন বাড়লে যেকোনো সময় নদীতে তলিয়ে যেতে পারে স্থানীয় পল্লী বিদ্যুতের সাবস্টেশন। নদীভাঙন রোধে পদক্ষেপ ও বিদ্যুৎকেন্দ্র রক্ষার দাবিতে মানববন্ধন করেন চরের সাধারণ মানুষ। চর কল্যাণপুর, পুরান ভারেঙ্গা, বেড়া, পাবনা, ১৯ মে
ধান কেটে নিয়ে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। রোদারপুড্ডা, নিকলী, কিশোরগঞ্জ, ১৯ মে
একসময় পাবনায় যমুনা নদীর চর এলাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি। এখন সে স্থান দখল করেছে মোটরসাইকেল। চর কল্যাণপুর, পুরান ভারেঙ্গা, বেড়া, পাবনা, ১৯ মে
বোরো ধান কেটে আঁটি বেঁধে বাড়ি ফিরছেন এক কৃষক। কুদুকছড়ি গ্রাম, রাঙামাটি, ১৯ মে
যমুনা নদী পাড়ি দিয়ে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। এসব মুরগি চলে যাচ্ছে বিচ্ছিন্ন চরাঞ্চলে। যমুনা নদী, নগরবাড়ী, বেড়া, পাবনা, ১৯ মে
যমুনা নদীতে পানি বেড়েছে। এর ফলে দেখা দিয়েছে ভাঙন। চর ঘাঘুয়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ মে
সিলেটে গত কয়েক দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি বাড়তে শুরু করেছে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনে। বাদলদিনে নৌকায় করে রাতারগুল ঘুরে দেখছেন পর্যটকেরা। সিলেট, ১৯ মে
গাছের ডালে বসে ঘুমাচ্ছে একটি বানর। নানিয়ারচর, রাঙামাটি, ১৯ মে
যমুনা নদীর চরে মহিষের বাথান। দীঘাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ১৯ মে
যমুনা নদীতে মাছ ধরতে নেমেছে দুই শিশু। পারতিতপরল গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৯ মে
গাছের ডালে ঝুলছে সবুজ ডেউয়া ফল। কিছুদিন পরই এই ফল পাকতে শুরু করবে। মানিকগঞ্জ সদর, ১৯ মে
মাকড়সার জালে আটক পড়েছে একটি সাদা প্রজাপতি। মানিকগঞ্জ সদর, ১৯ মে
পাশে খাল সংস্কারের কাজ চলছে। এ কারণে বৃষ্টিতে সড়কে জমেছে কাদা। ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। বাদুরতলা শাহী আবাসিক এলাকা, চট্টগ্রাম, ১৯ মে
বৃষ্টিতে জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশু–কিশোরেরা। রংপুর, ১৯ মে
বিলের পানিতে নেমে ধান কেটে তাফালে  (টিনের পাত্র) রাখছেন এক নারী। গোয়ালকান্দি, ফরিদপুর ১৯ মে