একঝলক (১১ জানুয়ারি ২০২৪)

শীতের মধ্যে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা দাড়িয়াবান্ধা খেলছে একদল শিশু-কিশোর। জানকি ধাপেরহাট এলাকা, রংপুর, ১১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
খেতে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন চাষি অহিদুল হক। গোপালপুর এলাকা, বদরগঞ্জ, রংপুর, ১১ জানুয়ারি
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল বরই। বিভিন্ন জাতের বরইয়ের পসরা সাজিয়ে সড়কের পাশে বসেছেন বিক্রেতা। কান্দিরপাড় এলাকা, কুমিল্লা, ১১ জানুয়ারি
গ্রামের চাষিদের কাছ থেকে প্রতি কেজি ২৫ টাকা দরে টমেটো কিনে তা ঢাকায় পাঠানোর জন্য ক্যারটে রাখছেন এক ব্যক্তি। ঘোনাবান্দা, ডুমুরিয়া, খুলনা, ১১ জানুয়ারি
বাড়ির কাজের জন্য জমি থেকে মাটি কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন লোকজন। কাজী নুরুইল গ্রাম, বগুড়া, ১১ জানুয়ারি
শীতের সকালে খাবারের খোঁজে বসে আছে একটি ফিঙে। কাজী নুরুইল গ্রাম, বগুড়া, ১১ জানুয়ারি
কাঁচিতে ধার দিচ্ছেন এক কামার। তিনি বংশপরম্পরায় এই পেশায় আছেন। চাঁচাইতারা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১১ জানুয়ারি
হাওরে বোরো ধানের চারা রোপণ চলছে। শীতের সকালে খেতে কাজ করে বাড়িতে ফিরছেন এক পরিবারের তিন সদস্য। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১১ জানুয়ারি
শীত বাড়লে লেপ-তোশকের চাহিদা বাড়ে। ভ্যানে লেপ–তোশক নিয়ে গ্রামে গ্রামে গিয়ে তা বিক্রি করেন এই বিক্রেতারা। ফতেপুর এলাকা, রংপুর, ১১ জানুয়ারি
শীতের সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন এক ব্যক্তি। নালিয়া এলাকা, সিলেট, ১১ জানুয়ারি
মাছ ধরা শেষে জাল শুকাতে দেওয়া হয়েছে। জালে ছেঁড়া-কাটা আছে কি না, তা দেখছেন মালিক। নলঘোনা, ডুমুরিয়া, খুলনা, ১১ জানুয়ারি
কনকনে শীতের সঙ্গে কয়েক দিন ধরে পড়ছে ঘন কুয়াশা। এর মধ্যে দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন এক মা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১১ জানুয়ারি
বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ও চাঁচাইতারা গ্রামে কৃষিজমি ও লোকালয়ে প্রায় ১১টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। ইটভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। খোট্টাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১১ জানুয়ারি
চলছে আদিবাসী তরুণ–যুবাদের ফুটবল টুর্নামেন্ট। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১১ জানুয়ারি
তীব্র শীতে কাতর মানুষ। হাড়কাঁপানো শীত থেকে রক্ষা পেতে বাজারের ব্যবসায়ীরা কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। সিও বাজার, রংপুর, ১১ জানুয়ারি
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মদনপুর আলোর পাঠশালা প্রাঙ্গণে ২০০ জনকে কম্বল দেওয়া হয়। মদনপুর, দৌলতখান, ভোলা, ১১ জানুয়ারি
নানা ধরনের মাটির জিনিস তৈরি করে সেগুলো পোড়ানোর জন্য চুলা বানিয়েছে শিশুরা। খড়কুটা দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে এসব মাটির জিনিস পোড়ানো হবে। কাগাশুরা, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল, ১১ জানুয়ারি
জমি থেকে তোলা পেঁয়াজ কেটে রোদে শুকানো হচ্ছে। নির্বাচনের পর পুরোদমে মুড়িকাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষক। এই পেঁয়াজ বিক্রির শেষ দিকে বাজারে আবার উঠবে নতুন হালি বা চারা পেঁয়াজ, যা সারা বছর সংরক্ষণ করে বিক্রি বা খাওয়া যায়। ভায়না, সুজানগর, পাবনা, ১১ জানুয়ারি
বিদ্যালয়ের দেয়াল ও শ্রেণিকক্ষে পশুপাখি, মাছ, মোটু–পাতলু, জাতীয় পতাকা, শহীদ মিনার, স্মৃতিসৌধসহ বিভিন্ন বিষয়ের চিত্রকর্ম আঁকা হচ্ছে। বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, সোনাগাজী, ফেনী, ১১ জানুয়ারি
একসময়ের প্রমত্ত পদ্মা নদী এখন শুকিয়ে গেছে। বিভিন্ন স্থানে জেগেছে ধু ধু বালুচর। সেই চরে বাঁধা রয়েছে নৌকা। পদ্মা নদী, দোগাছি, পাবনা, ১১ জানুয়ারি
স্বল্প মূল্যে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে কুয়াশার মধ্যে ভোর থেকেই লাইন দাঁড়িয়ে অপেক্ষায় আছেন নিম্ন আয়ের মানুষ। সকাল ৯টায় ডিলার জনপ্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও ২৪ টাকা দরে ৫ কেজি আটা দেবেন জেনে ভোর চারটা থেকেই এভাবে অপেক্ষায় আছেন তাঁরা। সকাল সাতটায়, গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুর, ১১ জানুয়ারি