সবুজ পাহাড়ের কোলে ফসলের বিস্তীর্ণ মাঠ। বিরাইমারা, জৈন্তাপুর, সিলেট, ৩০ নভেম্বরবড় গাছের গা বেয়ে ওঠা তেলাকুচা লতায় ফুটেছে শুভ্র ফুল। আঙ্গার দোহা, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
কুমার নদে রাতে পেতে রাখা চায়না দুয়ারী থেকে সকালে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। গঙ্গাবরদী, ফরিদপুর, ৩০ নভেম্বরকিছু সময় আগেই জন্ম নিয়েছে তিনটি ছাগলছানা। ছানাদের যত্ন করছে মা ছাগলটি। আঙ্গারদোহা, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বর
বিজ্ঞাপন
জমিতে ঈশ্বরদী-৩৭ জাতের আখ রোপণ করছেন দুই কৃষক। ছোনপচা, ফরিদপুর, ৩০ নভেম্বরখেলোয়াড় ও দর্শকদের মশার কামড় থেকে রক্ষায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা, ৩০ নভেম্বর
বিজ্ঞাপন
গণফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ড. কামাল হোসেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকা, ৩০ নভেম্বরপাইকারি বাজারে শীতের সবজি বেচাকেনা চলছে। ১৮ মাইল, ডুমুরিয়া, খুলনা, ৩০ নভেম্বরনৌকায় আনা বাতাবিলেবু কিনে নিয়েছেন পাইকারেরা। এখন তা নৌকা থেকে খালাস করা হচ্ছে। পরে ট্রাকে করে নেওয়া হবে দেশের বিভিন্ন জায়গায়। কুতুকছড়ি, রাঙামাটি, ৩০ নভেম্বর সকালের সোনা রোদে সবুজ চা–পাতায় বসেছে প্রজাপতি। দলদলি চা–বাগান, সিলেট, ৩০ নভেম্বরনিজের বাগানের কলার কাঁদি বিক্রি করতে এনেছেন এক চাষি। কলেজগেট, রাঙামাটি, ৩০ নভেম্বর বড়শি নিয়ে জলাশয়ে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। লাক্কাতুরা চা–বাগান, সিলেট, ৩০ নভেম্বর ৩ মাস ১৩ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ২৯ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। চলছে গণনা। পাগলা মসজিদ, কিশোরগঞ্জ, ৩০ নভেম্বররঙিন ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ৩০ নভেম্বর খেতে ইঁদুরের গর্ত থেকে ধান বের করেন নুর ইসলাম। সারা দিন পর তাঁর ঝুলিতে এভাবে সংগ্রহ করা ২০ থেকে ৩০ কেজি ধান জমে। বাহাদুরসিং, রংপুর, ৩০ নভেম্বর অবসর সময়ে বাড়ির সামনে শীতের মিঠে রোদে বসে সেলাইয়ে ব্যস্ত এক নারী। বালাকোয়ার, রংপুর, ৩০ নভেম্বরশিমখেতে মেশিনের সাহায্যে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। ডলুপাড়া, বান্দরবান, ৩০ নভেম্বরসবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। টিটিহিপাড়া, পঞ্চগড়, ৩০ নভেম্বর