একঝলক (১৩ নভেম্বর ২০২৪)

রাজধানীর বায়ুদূষণ মাপার জন্য শক্তি ফাউন্ডেশন সড়কের পাশে একটি বোর্ডে কৃত্রিম ফুসফুস লাগিয়েছে। প্রতিদিন ধুলা এসে এই ফুসফুসে জমতে থাকে। এটি স্থাপনের ৩৫ দিনের মাথায় আজ দেখা যায় বায়ুর মান ০-৮৬। অথচ আইকিউএয়ারের বাতাসের মানসূচক হওয়া উচিত ০-৫০। বায়ুদূষণের কারণে এই শহরে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। মিরপুর–১১, ঢাকা, ১৩ নভেম্বর
ছবি: আশরাফুল আলম
চটের ব্যাগ ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এসব ব্যাগ বিভিন্ন দোকান ও আড়ত থেকে সংগ্রহ করে খুলনায় পাঠানো হচ্ছে। পোর্ট রোড, বরিশাল, ১৩ নভেম্বর
রাজধানীতে শুরু হয়েছে কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’। আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ছয় দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি। সেখানে একটি স্টলে গেম খেলছে মেলায় ঘুরতে আসা শিশুরা। গতকাল দুপুরে
খাল থেকে শেওলা সংগ্রহ করে পাতিলে রাখছেন এক ব্যক্তি। তিনি প্রতিদিন এক থেকে দেড় কেজি শেওলা সংগ্রহ করেন। প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করেন। যশোর অঞ্চলের মাছের ঘের ব্যবসায়ীদের কাছে এই শেওলা বিক্রি করা হয়। রসুলপুর, বরিশাল, ১৩ নভেম্বর
মধু আহরণে ফুলে এসেছে একটি প্রজাপতি। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১৩ নভেম্বর
চুরি হয়ে গেছে ড্রেনের স্লাব। দুর্ঘটনা এড়াতে গাছের ডালপালা বিছিয়ে সতর্ক করার চেষ্টা স্থানীয় লোকজনের। খৈয়াতলা, ডুমুরিয়া, খুলনা, ১৩ নভেম্বর
বাঁশ দিয়ে নানা গৃহস্থালি পণ্য তৈরি করে বাড়ির সামনে রাখছেন রিপন রায়। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ১৩ নভেম্বর
সবজির খেতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। নোয়াগাঁও, সিলেট, ১৩ নভেম্বর
নিজের আবাদ করা আমন ধান কাটছেন সাবিনা বেগম। আরাজি নিয়ামত, গঙ্গাচড়া, রংপুর, ১৩ নভেম্বর
ধানখেতের পাশের ডোবায় খাবার খেতে নামা গরুর পিঠে বসেছে ফিঙে পাখি। শিবের বাজার, সিলেট, ১৩ নভেম্বর
ভাটায় ইট তৈরির কাজ করছেন শ্রমিকেরা। পানাপুকুর, রংপুর, ১৩ নভেম্বর
বিলের পানিতে ফুটেছে সাদা শাপলা। পূর্ব বিল, ডুমুরিয়া, খুলনা, ১৩ নভেম্বর
প্লাস্টিকের বোতলের মধ্যে আধার ঢুকিয়ে রাতে কুমার নদে পেতে রাখা ফাঁদ থেকে মাছ সংগ্রহ করছেন এক মৎস্যজীবী। আলীপুর, ফরিদপুর, ১৩ নভেম্বর
সূর্যোদয়ের আগে কাপ্তাই হ্রদ, পাহাড় ও বসতির অপরূপ দৃশ্য। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৩ নভেম্বর
কাপ্তাই হ্রদে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৩ নভেম্বর
কাপ্তাই হ্রদ থেকে ধরা হয়েছে মাছ। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৩ নভেম্বর
কুমিল্লার তারাপুরের একটা বড় জায়গাজুড়ে থাকা জলাশয়ে ফুটেছে লাল শাপলা। পানি কম থাকায় শিশু-কিশোরেরা শাপলা তুলছে। লাকসাম, কুমিল্লা, ১৩ নভেম্বর
সড়কের পাশে কেনাবেচা হচ্ছে ধান। বিজরা বাজার, লাকসাম, কুমিল্লা, ১৩ নভেম্বর
কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া কাঁচা মরিচ স্তূপ করছেন পাইকারি ব্যবসায়ীরা। সুবোধ বাজার, গাবতলী, বগুড়া, ১৩ নভেম্বর
সায়েদাবাদ বাস টার্মিনালে এক মাস ধরে জমে আছে ড্রেনের পানি। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। সায়েদাবাদ, ঢাকা, ১৩ নভেম্বর
অসময়ে বৃষ্টির কারণে নিচু জমির অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। ক্ষুদ্র মাটিয়াবাড়ি, পাবনা, ১৩ নভেম্বর
ধান কাটার পর একই জমিতে মূলকাটা পেঁয়াজ রোপণ করছেন কৃষক। মাটিবাড়িয়া, পাবনা, ১৩ নভেম্বর
মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে চালক, শিশুসহ চারজন যাচ্ছেন গন্তব্যে। চালক ছাড়া কারও মাথায় নেই হেলমেট। মিরপুর–১১, ঢাকা, ১৩ নভেম্বর
সুচিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করেছেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে। আগারগাঁও, ঢাকা, ১৩ নভেম্বর
সেগুন কাঠের দরজা মসৃণ করার কাজ করছেন দিনমজুর রাকিব। মাথা ও চোখে পড়ে আছে কাঠের গুঁড়া। এই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে তিনি দিনে মজুরি পান ৬০০ টাকা। লিংক রোডে নাগদারপাড় স্টাফ কোয়ার্টার, রামপুরা, ঢাকা, ১৩ নভেম্বর
সূর্যাস্তের আগে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে সূর্য। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ১৩ নভেম্বর
বিলের পানিতে মাছ ধরতে নৌকায় বসে বড়শি ফেলেছেন এক নারী। রংপুর, ডুমুরিয়া, খুলনা, ১৩ নভেম্বর
পুরোনো কাঁসা-পিতলের তৈজস সংগ্রহের পর নতুন রূপে আবার তৈরি করে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন ব্যবসায়ী ইব্রাহীম শেখ। ঘরের দরজার সামনে বসে পুরোনো পিতলের পাতিল বিক্রির জন্য ঠিকঠাক করছেন তিনি। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১৩ নভেম্বর
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ১০০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও মানুষ। নাওডোবার জিরো পয়েন্ট, জাজিরা, শরীয়তপুর
চাতালে চলছে শুঁটকি তৈরির কাজ। মহিষলুটি, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৩ নভেম্বর