একঝলক (২৩ এপ্রিল ২০২৪)

বর্ষা মৌসুম শুরুর আগেই নতুন নৌকা তৈরি করছেন নদীপারের মানুষেরা। নতুন নৌকাটি তৈরিতে খরচ হবে প্রায় লাখ টাকা। বাগবেড় এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ এপ্রিল
ছবি: সোয়েল রানা
গরমে তৃষ্ণার্ত চাষি। সেচযন্ত্রের পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তিনি। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৩ এপ্রিল
নীলাকাশে নিজের রূপ মেলে ধরে উঠেছে পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমাকে ‘চৈতি পুনম’ও বলা হয়। বাংলা নববর্ষের প্রথম পূর্ণিমা হিসেবে এর বেশ তাৎপর্য রয়েছে। চৈত্র পূর্ণিমার চাঁদকে গোলাপি চাঁদ বা পিঙ্ক মুনও বলা হয়। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৩ এপ্রিল
তীব্র রোদ ও গরমের মধ্যে নার্সারির বীজতলায় পানি ছিটানো হচ্ছে। মোলংহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৩ এপ্রিল
প্লাস্টিকের পুরাতন বস্তা ধুয়ে রোদে শুকাতে দিয়েছেন নারীরা। সেগুলো বস্তা শুকানোর পর প্রতিটি ১২ থেকে ১৪ টাকায় বিক্রি করা হবে। আমতলী এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ এপ্রিল
কৃষ্ণচূড়া ফুল প্রকৃতিতে এনেছে ভিন্ন আমেজ। সরকারি আজিজুল হক কলেজের শহীদ তিতুমীর হল এলাকা, বগুড়া, ২৩ এপ্রিল
তিন চাকার ব্যাটারিচালিত অবৈধ রিকশা, পিকআপ ভ্যান ও লেগুনার অনিয়ন্ত্রণ চলাচলে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে গত তিন মাসে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সড়কে এখন আতঙ্ক নিয়ে চলাচল করেন মানুষ। তবুও সড়কে ফিরছেন না শৃঙ্খলা। খাদিমপাড়া, সিলেট, ২৩ এপ্রিল
গোয়ালন্দ বাজার থেকে পূর্ব উজানচর ভায়া চর দৌলতদিয়া সড়কের কাজ দীর্ঘদিন ফেলে রাখায় ধুলাবালিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ এপ্রিল
সিলেটে সকাল থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহনীয় গরমে কাবু মানুষ। গরমে ক্লান্ত হয়ে পথের পাশে চেয়ারে শুয়ে আছেন এক ব্যক্তি। নূরপুর, সিলেট, ২৩ এপ্রিল
তীব্র রোদের মধ্যে টিনের ঘরের চালের জন্য কাঠের কাঠামো তৈরি করছেন মিস্ত্রি। হরনারায়ণপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৩ এপ্রিল
হাটে বিক্রি করতে নছিমনে সবজি নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। শোলমারী সেতু, বটিয়াঘাটা, খুলনা, ২৩ এপ্রিল
মধুখালীতে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেন। ঢাকা–খুলনা মহাসড়ক, গোবঘাট এলাকা, বাঘাট, ফরিদপুর, ২৩ এপ্রিল
মাছ ধরতে বদ্ধ খাল জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেশ কিছু দিন আগে গাছের ডালপালা পানিতে ফেলে রাখা হয়েছিল মাছ যেন আশ্রয় নেয় সেখানে। জাল দিয়ে ঘিরে সে ডালপালা সরিয়ে মাছ ধরা হয়। দেবীতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৩ এপ্রিল
প্রখর রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন। একটু স্বস্তি পেতে কলেজ চত্বরে গিয়ে গাছতলায় পড়াশোনায় ব্যস্ত দুই শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজের শহীদ তিতুমীর হল চত্বর, বগুড়া, ২৩ এপ্রিল
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পানিতে ঝাঁপিয়ে পড়েছে একদল তরুণ। হাতিরঝিল, রামপুরা, ঢাকা, ২৩ এপ্রিল
নল থেকে বের হওয়া পানিতে গলা ভিজিয়ে নিচ্ছে শালিক। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৩ এপ্রিল
দেখে মনে হতে পারে দূরে বৃষ্টিভেজা মহাসড়ক। কিন্তু এটি মূলত তীব্র তাপপ্রবাহে উত্তপ্ত পিচগলা সড়কে তৈরি হওয়া মরীচিকা। পাবনায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজাপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ২৩ এপ্রিল
বোরো ধান কাটার মৌসুমে বাঁশের তৈরি ওড়ার চাহিদা বেড়ে যায়। আকারভেদে প্রতিটি ওড়া ১২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। চৌয়ারা বাজার, কুমিল্লা, ২৩ এপ্রিল
গরমের কারণে বেড়েছে ছাতা ও চার্জার ফ্যানের চাহিদা। বিভিন্ন রকমের চার্জার ফ্যান কিনতে ফুটপাতের দোকানে ভিড় জমছে মানুষের। বায়তুল মোকাররম মার্কেট এলাকা, ঢাকা, ২৩ এপ্রিল
গত বছর আঙুর চাষ শুরু করেন কৃষক কাজী আনোয়ার হোসেন। এখন ফলন এসেছে। বাগান পরিচর্যায় ব্যস্ত তাঁর ভাই কাজী বিল্লাল হোসেন। বলরামপুর, কুমিল্লা, ২৩ এপ্রিল
সড়কের পাশে ঝুলছে ইন্টারনেটের তার। সড়কে রীতিমতো সৃষ্টি করেছে জঞ্জাল। মতিঝিল, ঢাকা, ২৩ এপ্রিল
প্রচণ্ড রোদ মাথায় নিয়ে করলা খেতে কাজ করছেন চাষি। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৩ এপ্রিল
প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে শিশুরোগীর সংখ্যা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৩ এপ্রিল
বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায় করেন সাধারণ মানুষ। হাদিস পার্ক, খুলনা, ২৩ এপ্রিল
সিলেট নগরের অন্যতম ব্যস্ত ইলেকট্রিকসাপ্লাই-উত্তর কাজীটুলা সড়কে দীর্ঘ দিন ধরে ঢাকনাবিহীন রয়েছে এই ম্যানহোল। দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন সেখানে লাঠির মাথায় লাল কাপড় বেঁধে রেখেছেন। তবু এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। উত্তর কাজীটুলা এলাকা, সিলেট, ২৩ এপ্রিল
তীব্র রোদ ও গরমে হাঁসফাঁস অবস্থা সবার। কয়েক দিনের তীব্র গরমে বিভিন্ন স্থানে মারা যাচ্ছে মুরগি। গরমে হাঁপিয়ে ওঠা মুরগি খাঁচা থেকে মাথা বের করে আছে। খাদিমপাড়া এলাকা, সিলেট, ২৩ এপ্রিল
মাঠভরা বোরো ধানের ফসল। সেখানে গবাদিপশুর জন্য ঘাস কাটতে এসেছেন এক তরুণ। নূরপুর এলাকা, সিলেট, ২৩ এপ্রিল