একঝলক (৩১ জুলাই ২০২৪)

পাট জাগ দিচ্ছেন এক কৃষক। তেবাড়িয়া, পবা উপজেলা, রাজশাহী, ৩১ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
চলছে আমন ধান রোপণের মৌসুম। ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। খেত প্রস্তুত শেষে ধানের চারা রোপণ করছেন তিন কৃষক। আলালপুর, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ৩১ জুলাই।
বিলের পানিতে মাছ শিকারে নেমেছে পানকৌড়ি। পানিতে ডুব দিয়ে ছোট মাছ শিকার করে এরা। শ্রীপুর, গাজীপুর, ৩১ জুলাই।
কৃষকদের কাছ থেকে গাব কিনে ছোট-বড় বাছাই করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গজারিয়ার দিঘী এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩০ জুলাই।
কুষ্টিয়ায় সপ্তাহব্যাপী চলছে বৃক্ষমেলা। কালেক্টরেট চত্বরে শহীদ মিনারের সামনে স্টল বসানো হয়েছে। বিক্রি গত বছরের তুলনায় কম। রয়েছে বিদেশি আমগাছের চারা। ফুল ও ফলের টব। বনসাইও রাখা হয়েছে। কালেক্টরেট চত্বর, কুষ্টিয়া, ৩১ জুলাই।
জলাশয়ে ফুটে থাকা লাল শাপলা তুলছে এই কিশোর। কুকরুল এলাকা, রংপুর, ৩১ জুলাই।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীরা জড়ো হন রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট এলাকায়। এ সময় তাঁদের কয়েকজনকে আটক করে পুলিশ। পরে প্রিজন ভ্যানের সামনে রুখে দাঁড়ান নুসরাত হক নামের এই শিক্ষার্থী। গতকাল দুপুরে