একঝলক (২১ নভেম্বর ২০২৩)

সড়কের পাশে ধঞ্চে শুকাতে দিয়েছেন এক ব্যক্তি। ধঞ্চে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বড়ধুশিয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ২১ নভেম্বর
ছবি: এম সাদেক
আসছে নতুন বছরের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। সেই বই ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। সোনাগাজী, ফেনী, ২১ নভেম্বর
যন্ত্র দিয়ে ভাঙা হচ্ছে ইট। সেই ভাঙা ইট স্তূপ করে রাখছেন এক শ্রমিক। বদিকোনা, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ নভেম্বর
কাঠ দিয়ে বানানো রিকশার কাঠামো ভ্যানে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। শাহজালাল সেতু, সিলেট, ২১ নভেম্বর
বরজ থেকে পান তুলছেন এক চাষি। বলরামপুর, রংপুর, ২১ নভেম্বর
খেজুরগাছে বাসা বেঁধেছে ঘুঘু। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২১ নভেম্বর
এক মোটরসাইকেলে যাচ্ছেন তিনজন। কারও মাথায় হেলমেট নেই। ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ নভেম্বর
ধুলায় আচ্ছন্ন চারদিক। প্রতিদিন এভাবেই ভোগান্তি নিয়ে চলছে পথচারীরা আশুলিয়া, সাভার, ২১ নভেম্বর
সড়কে জমে আছে পানি। সৃষ্ট খানাখন্দের মধ্য দিয়ে চলছে একটি হিউম্যান হলার। জামগড়া, আশুলিয়া, সাভার, ২১ নভেম্বর
রাজনৈতিক মামলায় আটককৃতদের আদালতে হাজির করা হচ্ছে। সিএমএম কোর্ট, ঢাকা, ২১ নভেম্বর
ভাপা পিঠা তৈরি করছেন এক পাহাড়ি নারী। রাঙ্গাপানি, রাঙামাটি , ২১ নভেম্বর
জমিতে লাগানো টমেটোর চারা পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। দাপুনিয়া, পাবনা, ২১ নভেম্বর
বোরো মৌসুম সামনে রেখে খেত প্রস্তুত করছেন কৃষক সাত্তার শেখ। চৌধুরী ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর ২১ নভেম্বর
শীত আসতে না আসতেই হোসিয়ারিপট্টিতে চলে এসেছে বাহারি ধরনের কম্বল। প্রকারভেদে ১২০ থেকে ৬০০০ টাকা দামের কম্বল বিক্রি করা হয়। হোসিয়ারিপট্টি নতুন গলি, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২১ নভেম্বর
শিকারের খোঁজে এক গিরগিটি। চরেরহাট, খুলনা, ২১ নভেম্বর
বাড়ির পাশে লালশাকের চাষ করেছেন কৃষক সামাদ সেখ। নাতিকে সঙ্গে নিয়ে খেতের শাকগুলো পরিচর্যা করছেন তিনি। জমাদ্দার ডাঙ্গী, চরমাধবদিয়া, ফরিদপুর ২১ নভেম্বর
মেঘলা দিনে বিদ্যুতের তারে বসেছে দুই ঘুঘু। বুড়িচং, ফকিরবাজার, কুমিল্লা, ২১ নভেম্বর