একঝলক (৩০ জানুয়ারি ২০২৩)

শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা আঞ্চলিক বিভাগে ক্রেস্ট হাতে এক শিক্ষার্থী, ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, ৩০ জানুয়ারি
ছবি: সৈয়দ জাকির হোসেন
ঘন কুয়াশায় হেডলাইট জালিয়ে চলছে যানবাহনগুলো। অনেকটাই ঝুঁকি নিয়ে চলছেন চলকেরা। ঢাকা-আশুলিয়া সড়ক, ৩০ জানুয়ারি
পলাশ ফুলে রাঙিয়ে আছে গাছ। শীতকালে এ যেন বসন্তের ছোঁয়া। ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, ৩০ জানুয়ারি
ঢাকা আঞ্চলিক বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সকালেই ফ্যান্টাসি কিংডমের প্রবেশপথে ভিড় করেছে শিক্ষার্থীরা। আশুলিয়া, ৩০ জানুয়ারি
শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সকালে ফ্যান্টাসি কিংডমে ভিড় করেছে শিক্ষার্থীরা। আশুলিয়া, ৩০ জানুয়ারি
দীর্ঘদিন ধরে রিকশার হুড তৈরি করেন হাসান মিয়া। মানভেদে প্রতিটি হুড ১০০০ থেকে ১৫০০ টাকার বিক্রি করেন তিনি। নবাব বাড়ি, চৌমুহনী, কুমিল্লা। ৩০ জানুয়ারি
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। নান্দাইল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক। ৩০ জানুয়ারি
শীতের সকালে ভ্যানে ফেরি করে লেপ-তোশক বিক্রি করতে বের হয়েছেন তাঁরা। ভূরারঘাট, রংপুর। ৩০ জানুয়ারি
একদিকে ট্রাক্টর আর অন্যদিকে গরু দিয়ে হালচাষ চলছে। ফতেপুর, রংপুর। ৩০ জানুয়ারি
ছুটির পর স্কুল থেকে সাইকেলে করে বাড়ি ফিরছে এক কিশোরী। রামজীবন, রংপুর। ৩০ জানুয়ারি
সকালের রোদে ধান শুকাচ্ছেন দুই নারী। মীরগঞ্জ, রংপুর। ৩০ জানুয়ারি
আলুখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। তামপাট, রংপুর। ৩০ জানুয়ারি
পাকা শর্ষে তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন দুই কৃষক। মহেশপুর, কুমিল্লা। ৩০ জানুয়ারি
খেতে ফুটেছে সূর্যমুখী ফুল। ডুমুরিয়া, দক্ষিণ উপজেলা, কুমিল্লা। ৩০ জানুয়ারি
শীতের সকালে বিদ্যুৎ সরবরাহের তারে বসে আছে দোয়েল। নগরের অলিগলিতে এখন খুব কমই দেখা মেলে দোয়েল পাখির। টিলাগড়, সিলেট, ৩০ জানুয়ারি
ওএমএস–এর ট্রাকের অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে বসে পড়েছেন এক বৃদ্ধ। ইসলামপুর, সিলেট। ৩০ জানুয়ারি
সিলেটের অন্যতম ব্যস্ত সড়ক আম্বরখানা-বিমানবন্দর সড়ক। দীর্ঘদিন ধরে সড়কের পাশে খোঁড়াখুঁড়ি চলছে। নির্মাণসামগ্রী ফেলে রাখায় সংকুচিত হয়ে পড়া সড়কে ভোগান্তি নিয়ে পথ চলছেন সাধারণ মানুষ। আম্বরখানা, সিলেট। ৩০ জানুয়ারি
ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এর মাঝেই খেতে কাজে নেমেছেন কয়েকজন কৃষক। মাঝদিয়া, ঈশ্বরদী, পাবনা। ৩০ জানুয়ারি
খবরের কাগজ গোছাতে ব্যস্ত হকাররা। গ্রাহকের কাছে সকালেই খবরের কাগজ পৌঁছে দেন তাঁরা। দৌলতপুর, খুলনা। ৩০ জানুয়ারি
বোরো ধানখেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। ইসলামপুর, সিলেট। ৩০ জানুয়ারি