শোভা ছড়াচ্ছে জবা ফুল। মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন, জয়পুরহাট, ৬ জুলাই বন্যার পানিতে তলিয়ে গেছে কুড়িগ্রাম-যাত্রাপুর পাকা সড়ক। গারুহারা গাবের তল এলাকা, যাত্রাপুর, কুড়িগ্রাম, ৬ জুলাই
অস্বাভাবিক গতিতে পদ্মা নদীর পানি বাড়ছে। সঙ্গে বেড়েছে ভাঙনও। এতে হুমকির মুখে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থান চাঁদ খানপাড়া ও ছাত্তার মেম্বারপাড়া। তাই চাঁদা তুলে বালুর বস্তা নদীর পাড়ে ফেলছেন স্থানীয় ব্যক্তিরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ জুলাই বৃষ্টিতে টিনের চাল থেকে গড়িয়ে পড়া পানি সংগ্রহ করছেন এক তরুণী। বাস্তুহারা, খুলনা, ৬ জুলাই
বিজ্ঞাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করা হয়। প্রশাসন ভবন এলাকা, রাজশাহী, ৬ জুলাই গুদাম থেকে পাট ট্রাকে তোলা হচ্ছে। প্রতি মণ বিক্রি হচ্ছে জাতভেদে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ভুতছাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৬ জুলাই
বিজ্ঞাপন
প্রতিদিন ৩ থেকে ৫ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে পাবনার বিসিক শিল্পনগরীতে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অলস সময় পার করছেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী, পাবনা, ৬ জুলাইমাছ ধরতে জমে থাকা জমির পানি সেচ দিচ্ছে শিশু। খলিশাকুড়ি এলাকা, রংপুর, ৬ জুলাই সিলেটে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সিলেট নগরের জলমগ্ন এলাকাগুলো থেকে পানি নামছে ধীরগতিতে। ফলে ভোগান্তি নিয়ে পানিবন্দী সড়কে সাঁকো পারাপার হচ্ছেন স্থানীয় ব্যক্তিরা। চণ্ডীপুল এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ৬ জুলাইজামালপুরের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে পানি ঢুকে পড়েছে। দেওয়ানগঞ্জ, জামালপুর, ৬ জুলাই জলাশয়ে জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানোর পর তা শুকানোর জন্য নিচ্ছেন চাষি। বিদ্যানন্দ এলাকা, রাজারহাট, কুড়িগ্রাম, ৬ জুলাই কাজের জন্য অপেক্ষায় কয়েকজন শ্রমজীবী। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ, ৫ জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়েছে। পাকা সড়কেও কোমরসমান পানি। ফলে সড়কের ওপর নৌকায় চলাচল করছেন অনেকে। বালুগ্রাম, দেওয়ানগঞ্জ, জামালপুর, ৬ জুলাইসরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। ঢাকা বঙ্গবন্ধু সেতু বাইপাসের আশেকপুর এলাকা, টাঙ্গাইল, ৬ জুলাই বাংলাদেশের অন্যতম পাবনা বিসিক শিল্পনগরীর সামনের রাস্তা খানাখন্দ ও কাদাপানিতে ভরা। সড়কব্যবস্থার উন্নতি না হওয়ায় এখানে উৎপাদিত পণ্য পরিবহন নিয়ে দুর্ভোগ পোহাতে হয়। বিসিক শিল্পনগরী, পাবনা, ৬ জুলাই