একঝলক (১৩ অক্টোবর, ২০২৩)

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাতবিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হচ্ছে। ঈশান মেমোরিয়াল স্কুল চত্বর, ফরিদপুর, ১৩ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
বাড়ির উঠানে বসে বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করছেন এই নারী। প্রতিটি ঝুড়ি ৮০ টাকা দরে বিক্রি করেন দিনি। মল্লিকডাঙ্গি, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ অক্টোবর
ফুলের মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। আকন্দপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ১৩ অক্টোবর
তিস্তার চরে ধান মাড়াই করছেন কিষানিরা। কলাগাছি, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ১৩ অক্টোবর
খেজুরের রস ফেরি করে বিক্রি করছেন তিনি। গজঘণ্টা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ১৩ অক্টোবর
ভৈরব নদে মাছ ধরতে পেতে রাখা জাল টেনে তুলছেন মৎস্যজীবীরা। বড়বাজার, খুলনা, ১৩ অক্টোবর
সাতসকালে বাড়ির আঙিনায় ধান সেদ্ধ করছেন এই গৃহিণী। মৈজদ্দিন মোল্যা, উজানচর পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ অক্টোবর
খুলনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যন্ত্রসংগীত উৎসবে সরোদ বাজিয়ে দর্শক-শ্রোতাদের মনোরঞ্জন করছেন এই বাদ্যযন্ত্রশিল্পী। শিল্পকলা একাডেমি, খুলনা, ১৩ অক্টোবর
শিকারের অপেক্ষায় বাঁশের ওপর বসেছে কানিবক। শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ অক্টোবর