থুরুংয়ে (পিঠে করে মালামাল বহনের ঝুড়ি) ভর্তি করে কলাগাছের থোড় বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এক ম্রো কিশোরী। চিম্বুক, বান্দরবান, ৭ ডিসেম্বরমহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে পতাকা বিক্রি। কিনব্রিজ এলাকা, সিলেট, ৭ ডিসেম্বর
নবজাতককে নিয়ে সকালের মিষ্টি রোদে একজন মা। নারাই ছড়িমুখ, রাঙামাটি, ৭ ডিসেম্বরসকালের মিষ্টি রোদে একদল শিশু কানামাছি খেলছে। পানবাড়ি, রংপুর, ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
ইঞ্জিনচালিত বোটে বেঁধে মুলি বাঁশের ভেলা ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এক বাগানি। রাঙামাটি, ৭ ডিসেম্বরশর্ষে ফুলে বসেছে প্রজাপতি। মিঠাপুকুর, রংপুর, ৭ ডিসেম্বর
বিজ্ঞাপন
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের র্যালি। রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ঢাকা, ৭ ডিসেম্বরঝুড়ি তৈরির পর নেওয়া হচ্ছে বাজারে। দেবীদ্বার, কুমিল্লা, ৭ ডিসেম্বর পদ্মার চরের জমিতে কৃষিকাজ শেষে ঘাস কেটে বাড়ি ফিরছেন দুই কৃষক। বাড়িতে পালিত গরু-ছাগলকে খাওয়ানো হবে এই ঘাস। পদ্মা ঘাট, পাবনা, ৭ ডিসেম্বরখেত থেকে শসা তোলার পর তা এক জায়গায় স্তূপ করে রাখছেন কৃষক। দেবীদ্বার, কুমিল্লা, ৭ ডিসেম্বরশীত জেঁকে বসতে শুরু করেছে উত্তরাঞ্চলজুড়ে। তাই লেপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগর আবদুর রশীদ। প্রতিটি লেপ বানিয়ে পান ৩০০ টাকা। প্রতিদিন ৩ থেকে ৪টি লেপ তৈরি করতে পারেন। চৌধুরীপাড়া, মিঠাপুকুর, রংপুর, ৭ ডিসেম্বরপাহাড়ে উৎপাদিত পেঁপে কাগজ মুড়িয়ে বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। চিম্বুকপাড়া, বান্দরবান, ৭ ডিসেম্বর কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই গাছের উঁচু ডাল কাটছেন এক কাঠুরে। পাতলা, তেরখাদা, খুলনা, ৭ ডিসেম্বররস সংগ্রহের জন্য খেজুরগাছে হাঁড়ি বসানোর প্রক্রিয়ায় ব্যস্ত গাছি। রানীনগর, নওগাঁ, ৭ ডিসেম্বর বরজে পানের লতার ডগা পাটখড়িতে বাঁধছেন পানচাষি পূর্ণিমা রানী বিশ্বাস। প্রায় এক বিঘা জমিতে তিনি পান চাষ করেন। পাতলা, তেরখাদা, খুলনা, ৭ ডিসেম্বরজলাশয়ে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন এক ব্যক্তি। কলাপাড়ার নীলগঞ্জ উপকূল, পটুয়াখালী, ৭ ডিসেম্বর মাঠের জমি থেকে ধান পরিবহন ও মাড়াই শেষে বস্তাবন্দী ধান নিয়ে রওনা হয়েছেন দুই কোচওয়ান। একসময় দ্রুততম বাহন হিসেবে ব্যাপক কদর থাকলেও এখন শুধু মালামাল পরিবহনেই দেখা যায় এমন ঘোড়ার গাড়ি। কোমরপুর, পাবনা, ৭ ডিসেম্বরসকালে কুয়াশায় ঢাকা নদীতে চলছে নৌকা। মাছিমপুর, সিলেট, ৭ ডিসেম্বর খেজুরের রস আহরণে হাঁড়ি নিয়ে বাগানে যাচ্ছেন গাছি আশরাফ আলী। প্রতিদিন ১২০টি গাছ থেকে ১০ হাঁড়ি রস সংগ্রহ করে ১০ কেজি গুড় তৈরি করেন তিনি। প্রতি কেজি গুড় বিক্রি করেন ৫০০ টাকা কেজি দরে। তুলাগ্রাম, ফরিদপুর, ৭ ডিসেম্বরশায়েস্তাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শেষে ট্রলারে করে তা মিলে নিয়ে আসা হয়েছে। এখন বস্তায় ভরে ধান খালাস করা হচ্ছে। লামছড়ি সড়ক, চরবাড়িয়া, বরিশাল, ৭ ডিসেম্বরশায়েস্তাবাদ খালে চাপা জাল ফেলছেন জেলেরা। জালে আইড়, বোয়াল, চিতল মাছসহ নানা জাতের মাছ ধরা পড়ে। শায়েস্তাবাদ বাজার, শায়েস্তাবাদ, বরিশাল, ৭ ডিসেম্বরভোরে গাছ থেকে হাঁড়িভর্তি রস নিয়ে গেছেন গাছি। এরপর ঝরা রস সংগ্রহ করতে গাছে বেঁধে রাখা বোতল নামাচ্ছে এক শিশু। তুলাগ্রাম, ফরিদপুর, ৭ ডিসেম্বর